Samsung Galaxy Tab S8 FE কবে লঞ্চ হবে? নতুন তথ্য সামনে এল

Samsung গত মে মাসে Galaxy Tab S7 FE মডেলের একটি ট্যাবলেট ডিভাইস লঞ্চ করেছিল। এখন একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেক জয়ান্টটি এবার ট্যাবটির আপগ্রেড…

Samsung গত মে মাসে Galaxy Tab S7 FE মডেলের একটি ট্যাবলেট ডিভাইস লঞ্চ করেছিল। এখন একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেক জয়ান্টটি এবার ট্যাবটির আপগ্রেড ভার্সন Galaxy Tab S8 FE-এর উপরে কাজ শুরু করেছে৷ এটি এখনই অবশ্য বাজারে আসার সম্ভাবনা নেই৷ ২০২২-এর অক্টোবর-ডিসেম্বর নাগাদ লঞ্চ করা হতে পারে৷ Galaxy Tab S8 FE-এ স্যামসাংয়ের নিজস্ব Exynos 2200 বা Snapdragon 8-সিরিজের চিপসেট ব্যবহার করা হতে পারে৷

উল্লেখ্য, Galaxy Tab S8 সিরিজ স্যামসাং এখনও লঞ্চ করে উঠতে পারেনি৷ এই লাইনআপে তিনটি ডিভাইস আসতে পারে – Galaxy Tab S8, Galaxy Tab S8+, ও সবচেয়ে অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট Galaxy Tab S8 Ultra৷ ইতিমধ্যেই ট্যাবগুলির বিষয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে৷‌ এদের পরই Galaxy Tab S8 FE বাজারে আসবে।

Galaxy Tab S8 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮, ১১ ইঞ্চি এলটিপিএস টিএফটি ১২০ হার্টজ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮,০০০ এমএএইচ ব্যাটারি, ও ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহযোগে আসতে পারে।

Galaxy Tab S8 Plus স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস ট্যাবলেটে পাওয়া যেতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১২.৪ ইঞ্চির ওলেড স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১০,০৯০ এমএএইচ ব্যাটারি।

Galaxy Tab S8 Ultra স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রাতে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১৪.৬ ইঞ্চির ওলেড ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১১,৫০০ এমএএইচ ব্যাটারি।

এছাড়া, ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, কোয়াড স্পিকার, ও ব্লুটুথ এনাবেল্ড স্টাইলাস পেন সাপোর্ট, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং– গ্যালাক্সি ট্যাব এস৮, গ্যালাক্সি ট্যাব এস৮ প্লাস, ও গ্যালাক্সি ট্যাব এস৮ আল্ট্রার কমন ফিচার হিসেবে থাকবে৷

উল্লেখ্য, Samsung Galaxy Tab S8-এর ডাউনগ্রেড ভার্সন হিসেবে Galaxy Tab S8 FE আনা হবে বলেই মনে করা হচ্ছে৷