Mahindra EV: কেনার জন্য তৈরি থাকুন, ১৬টি ইলেকট্রিক গাড়ি আনার কথা ঘোষণা করলো মাহিন্দ্রা

দেশের বৈদ্যুতিক অটোমোবাইল ক্ষেত্রে গতিশীলতা আনতে নতুন পরিকল্পনার কথা জানালো দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা Mahindra। আগামী ২০২৭ সালের মধ্যে প্রায় ১৬টি বৈদ্যুতিক গাড়ি আনতে…

দেশের বৈদ্যুতিক অটোমোবাইল ক্ষেত্রে গতিশীলতা আনতে নতুন পরিকল্পনার কথা জানালো দেশের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা Mahindra। আগামী ২০২৭ সালের মধ্যে প্রায় ১৬টি বৈদ্যুতিক গাড়ি আনতে চলেছে সংস্থাটি। সেই তালিকায় থাকবে এসইউভি সহ লাইট কমার্শিয়াল গাড়ি।

এ প্রসঙ্গে সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেশ জেজুরিকার (Rajesh Jejurikar) বলেছেন, “আগামী ২০২৭ সালের মধ্যে আসন্ন ১৩টি নতুন এসইউভি-র মধ্যে আটটি হবে ইলেকট্রিক ভার্সনের। আমরা আগামী ২০২৭ এর মধ্যে নিজেদের গাড়ির ২০% ইলেকট্রিক ভার্সনে রূপান্তরিত করব ।”

রাজেশ যোগ করেছেন, “এটি নিশ্চিত করতে চাই যে আসন্ন বৈদ্যুতিক গাড়ির মধ্যে কিছু হবে সম্পূর্ণ নতুন মডেল এবং বাকিগুলি বিদ্যমান মডেলের নতুন ভার্সন আনা হবে।”

সূত্রের দাবি, দেশীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি আগামী ২০২৫-২৭ এর মধ্যে চারটে ই-এসইউভি গাড়ি আনতে পারে। এছাড়াও ৮টি ইলেকট্রিক লাইট কমার্শিয়াল গাড়িও লঞ্চ করা হতে পারে ওই সময়ের মধ্যে।

পাশাপাশি মাহিন্দ্রা জানিয়েছে, আগামীতে ভারতে ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তাঁরা, যা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে সংস্থার গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রতিফলিত হচ্ছে। এমনকি ২০২৭ এর মধ্যে আসন্ন e-SUV গুলি নিজেদের নতুন ব্র্যান্ড নামে নিয়ে আসার কথাও জানিয়েছে থার (Thar) প্রস্তুতকারী সংস্থাটি।