Moto G71 চলতি মাসেই বাজারে আসছে, TENAA সার্টিফিকেশন সাইট থেকে প্রকাশ্যে ফিচার

মোটোরোলা কয়েকদিন আগেই Moto G51 আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। তারপর থেকেই জল্পনা চলতে থাকে যে, মোটোরোলার পরবর্তী G সিরিজের স্মার্টফোনের নাম হতে পারে G71। সাম্প্রতিক…

মোটোরোলা কয়েকদিন আগেই Moto G51 আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। তারপর থেকেই জল্পনা চলতে থাকে যে, মোটোরোলার পরবর্তী G সিরিজের স্মার্টফোনের নাম হতে পারে G71। সাম্প্রতিক রিপোর্ট কে বিশ্বাস করলে, ফোনটি আত্মপ্রকাশ করতে বেশি দিন সময় লাগবে না। কারণ TENAA সার্টিফিকেশন সাইটে Moto G71 স্পট করা হয়েছে। TENAA-র লিস্টিং অ্যাক্সেস করার উপায় নেই। তবে একজন চীনা টিপস্টার TENAA-তে প্রাপ্ত ডিভাইসটির ছবি ও মূল স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছে।

মোটো জি৭১ ডিজাইন (Moto G71 design)

মোটো জি৭১-এ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিভাইসের ডান দিকে তিনটি বাটন রয়েছে, যেগুলি ভলিউম, পাওয়ার এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা উপস্থিত। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব সম্ভবত মোটোরোলার এম লোগোর নীচে এম্বেড করা হয়েছে।

মোটো জি৭১ স্পেসিফিকেশনস (Moto G71 Specifications)

মোটো জি৭১ ফোনের চাইনিজ ভ্যারিয়েন্টের মডেল নম্বর XT2169-1। এতে ৬.৪ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া আছে, যা ১০৮০x২৪০০ পিক্সেলের ফুল-এইচডি রেজোলিউশন সাপোর্ট করে। মোটো জি৭১-এর প্রসেসরের ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। এটি ফাইভ-জি অফার করে। যদিও কোন কোম্পানির চিপসেট সেটা জানা যায়নি।

Moto G71-এর ব্যাটারি ক্যাপাসিটি ৪,৭০০ এমএএইচ। স্মার্টফোনটির ওজন ১৮০ গ্রাম, পাতলা ৮.৪ মিমি। এতে এনএফসি ফিচার ও ৩.৫ মিমি অডিও জ্যাক থাকবে। উল্লেখ্য, Moto G71 গত মাসে FCC থেকে ছাড়পত্র পেয়েছিল। এটি চলতি মাসেই অফিসিয়ালি লঞ্চ হতে পারে।