সুখবর, Redmi Note 11 Pro সহ ২৫টি Xiaomi ফোনে আসছে MIUI 12.5-এর Enhanced Edition আপডেট

গত অগাস্টে Xiaomi Mi Mix 4-এর লঞ্চ ইভেন্টে MIUI 12.5-এর Enhanced Edition-এর ঘোষণা করেছিল শাওমি। এফিসিয়েন্সির উপর বিশেষ গুরুত্ব দিয়ে MIUI 12.5-এর এই লেটেস্ট ভার্সনটিতে…

গত অগাস্টে Xiaomi Mi Mix 4-এর লঞ্চ ইভেন্টে MIUI 12.5-এর Enhanced Edition-এর ঘোষণা করেছিল শাওমি। এফিসিয়েন্সির উপর বিশেষ গুরুত্ব দিয়ে MIUI 12.5-এর এই লেটেস্ট ভার্সনটিতে কয়েকটি আপডেট যোগ করা হয়েছিল। তখন থেকেই প্রথম ও দ্বিতীয় ব্যাচে MIUI 12.5-এর Enhanced Edition শাওমি গ্রুপের এলিজিবল স্মার্টফোনগুলিতে রোলআউট করা চলছিল। তৃতীয় ব্যাচে শাওমি গ্রুপের কোন কোন মডেল সেই আপডেট পাবে, তা এখন সংস্থার তরফে জানানো হয়েছে।

শাওমির এক আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে, তিন নম্বর ব্যাচে মোট ২৫টি ডিভাইসে MIUI 12.5-এর Enhanced Edition আপডেট রোলআউট করা হবে বলে ঠিক করা হয়েছে। ২০২১-এর ডিসেম্বরের মধ্যেই আপডেট পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে৷ ডিভাইসগুলির নাম নীচে দেওয়া হল –

Xiaomi CIVI

Redmi 9

Redmi 10X 4G

Redmi Note 11 Pro

Redmi K30 Ultra

Redmi 10X 5G

Redmi 10X Pro 5G

Redmi Note 11 5G

Xiaomi Pad 5

Redmi K30 5G

Redmi K30i 5G

Redmi K30

Xiaomi Pad 5 Pro 5G

Xiaomi Pad 5 Pro

Mi CC9 Pro

Mi 11 Youth Edition

Redmi K40 Gaming Edition

Redmi K20 Pro

Mi 9

Mi 9 Pro

Redmi Note 8 Pro

Mi CC9

Mi 9 SE

Mi CC9 Meitu Customized Edition

Redmi K20

উল্লেখ্য, আপডেটটি কেবলমাত্র চাইনিজ মার্কেটের জন্য। এতএব, ফোনগুলির ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে MIUI 12.5-এর Enhanced Edition আসতে একটু সময় লাগবে।