Redmi 10 2022 পিছনে চারটি ক্যামেরা‌ সহ শীঘ্রই আসছে, পেল একাধিক সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র

নতুন অবতারে বাজারে আসার জন্য প্রস্তুত হচ্ছে Redmi 10। ফোনটির অফিসিয়াল নাম যে Redmi 10 2022, সেটা গত সপ্তাহে IMEI-এর ডেটাবেস থেকে জানা গিয়েছিল। পোলিশ…

নতুন অবতারে বাজারে আসার জন্য প্রস্তুত হচ্ছে Redmi 10। ফোনটির অফিসিয়াল নাম যে Redmi 10 2022, সেটা গত সপ্তাহে IMEI-এর ডেটাবেস থেকে জানা গিয়েছিল। পোলিশ টিপস্টার ক্যাসপার (Kacper) টুইট করে ফোনটির আগমনের কথা শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, Redmi 10 2022 ফোনটির মডেল নম্বর – 21121119SG এবং 22011119UY (বিভিন্ন দেশে)৷ এবার এই মডেল নম্বর সহ ফোনটি বেশ কিছু সার্টিফিকেশন পোর্টালে স্পট করা হয়েছে। পাশাপাশি ওই টিপস্টার Redmi 10 2022 হ্যান্ডসেটের ক্যামেরা কনফিগারেশন প্রকাশ্যে এনেছেন।

রেডমি ১০ (২০২২) ক্যামেরা (Redmi 10 (2022) Camera)

টিপস্টারের দাবি, রেডমি ১০ (২০২২)-এর ব্যাক প্যানেলে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ। তার মধ্যে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল Samsung S5KJN1 বা OmniVision OV50C40 মেইন ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল Sony IMX355 লেন্স,  একটি ২ মেগাপিক্সেল OmniVision OV2B1B ও একটি ২ মেগাপিক্সেল GalaxyCore GC02M1B ক্যামেরা।

অর্থাৎ রেডমি ১০ ও রেডমি ১০ (২০২২)-এর ক্যামেরা কনফিগারেশন একইরকম হবে। এছাড়া দু’টি ফোনের মধ্যে স্পেসিফিকেশনগুলির বিশেষ তারতম্য থাকবে না বলেই মনে করা হচ্ছে।

অন্য দিকে, Redmi 10 2022, 21121119SG মডেল নম্বরের সঙ্গে ইন্দোনেশিয়ার TKDN এবং SDPPI কর্তৃপক্ষের ছাড়পত্র পেয়েছে। একইসঙ্গে ডিভাইসটি ইউরোপের EEC, সিঙ্গাপুরের IMDA এবং TUV অথরিটির থেকে শংসাপত্র লাভ করেছে। আবার Redmi 10 2022-এর একটি ভ্যারিয়েন্ট 21121119VL মডেল নম্বরের সঙ্গে TUV ডেটাবেসে স্পট করা হয়েছে। এখন দেখার ফোনটি কত তাড়াতাড়ি বাজারে আসে।

উল্লেখ্য, Redmi 10 ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন