বিশ্বে ভারতকে বৈদ্যুতিক গাড়ির কেন্দ্রস্থলে পরিণত করবে Ola, কর্মসংস্থানে আসবে জোয়ার

Updated on:

ভারতে নিজেদের ব্যবসা ক্রমশই সম্প্রসারণের পথে এগোচ্ছে রাইড-হেইলিং সংস্থা Ola। ইতিমধ্যেই সংস্থাটি দু’দুটি ইলেকট্রিক স্কুটার এনেছে। এমনকি আগামী কয়েক বছরের মধ্যে Ola-র ইলেকট্রিক গাড়িও আমরা দেখতে পারি। তবে এবার তারা ভারতকে ইলেকট্রিক ভেহিকেল হাব (EV Hub)-এ পরিণত করার লক্ষ্যমাত্রার কথা ঘোষণা করল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, সংবাদসংস্থা রয়টার্স (Reuters)-এর এক সম্মেলনী সভা থেকে একথা ঘোষণা করেছেন সংস্থার সিইও ভাবিশ আগারওয়াল (Bhavish Aggarwal)।

উক্ত সভা থেকে ভাবিশ বলেছেন, “আমাদের উচ্চাকাঙ্ক্ষা আমরা ভারতকে বৈদ্যুতিক গাড়ির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তুলবো।” সম্প্রতি নিয়ে আসা নিজেদের টু-হুইলারের পাশাপাশি চার চাকার গাড়ির প্রতিও আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। আবার ভারতে আগামী কয়েক মাসের মধ্যে ১ বিলিয়ন ডলারের শেয়ার গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ওলা। অন্যদিকে সংস্থার সাহায্যকারী সংস্থা জাপানের সফ্ট ব্যাঙ্ক গ্রুপ (Japan’s Softbank Group), ২০২৩-এর মধ্যে ভারতে ইলেকট্রিক ফোর-হুইলার আনার পরিকল্পনায় নিয়েছে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট ভারতে নিজেদের দুটি ভ্যারিয়েন্টের বৈদ্যুতিক স্কুটার, Ola S1 ও S1 Pro লঞ্চ করেছে সংস্থাটি। ইতিমধ্যেই এর ১০ লক্ষ বুকিং সংখ্যা পেরিয়েছে বলে দাবি করেছে ওলা। ই-স্কুটার দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১.১০ লক্ষ টাকা ও ১.৩০ লক্ষ টাকা।

ইতিমধ্যেই Ola S1 ও‌ S1 Pro-এর ২০,০০০ টেস্ট ড্রাইভ পূর্ণ করার কথা জানিয়েছে সংস্থাটি। আগামীতে এক এক দিনে ১০,০০০ টেস্ট রাইড পূরণ করার সাথে দেশের ১,০০০ শহরে নিজেদের এই অভিযান চালানো হবে বলে ঘোষণা করা হয়েছে। বর্তমানে ইলেকট্রিক স্কুটারগুলির ডেলিভারি দেওয়ার কাজে ব্যস্ত রয়েছ ওলা। এই নিয়ে দুবার পেছানো হলেও চলতি মাসের ১৫-৩০ তারিখে মধ্যে প্রথম লটের স্কুটারগুলি ডেলিভারি দেওয়ার হবে বলে আশা করা হচ্ছে। পরিশেষে বলা যায় ভারতে Ola-র ব্যবসা সম্প্রসারণের সাথেই কর্মসংস্থান উৎপন্ন হবে।

সঙ্গে থাকুন ➥