Royal Enfield 650 কে টেক্কা দিতে সামনের বছরেই নতুন বাইক আনছে BSA Motorcycles

এবার Mahindra-র মালিকানাধীন সংস্থা Classic Legends-এর হাত ধরে ভারতে বাজারে আসতে চলেছে BSA Motorcycles। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একথা ঘোষণা করেছিল ব্রিটেনের অটোমোবাইল সংস্থা BSA।…

এবার Mahindra-র মালিকানাধীন সংস্থা Classic Legends-এর হাত ধরে ভারতে বাজারে আসতে চলেছে BSA Motorcycles। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একথা ঘোষণা করেছিল ব্রিটেনের অটোমোবাইল সংস্থা BSA। এই একই বিষয়ে টুইট করেছিলেন আনন্দ মাহিন্দ্রা। উল্লেখ্য ১৯০৩ সালে প্রথম নিজেদের মোটরসাইকেল বাজারে এনেছিল ব্রিটেনের সংস্থাটি। কিছুদিনের মধ্যেই বিশ্বের বৃহত্তম মোটরবাইক নির্মাতা সংস্থা হিসেবে উঠে আসে তারা। কিন্তু ১৯৭০-এ সংস্থাটি দেউলিয়া ঘোষণা করে নিজেদের। এর দীর্ঘদিন পর এবার Classic Legends-এর হাত ধরে নিজেদের নতুন বাইক আনার কথা ঘোষণা করছে BSA Motorcycles। এমনকি BSA Goldstar 650 নামক একটি মোটরসাইকেলের ওপর থেকে পর্দাও সরিয়েছে তারা। আসুন জেনে নেওয়া যাক আসন্ন মোটরবাইকটির সম্ভাব্য ফিচার, ইঞ্জিন ও দাম।

BSA Goldstar 650: ফিচার (সম্ভাব্য)

গোল্ডস্টার ৬৫০ মোটর বাইকটি বিএসএ-র প্রিমিয়াম সেগমেন্টে আনা হবে। ভারতে রয়্যাল এনফিল্ড ৬৫০ (Royal Enfield 650)-এর সাথে মিল রেখে এতে ক্লাসিক ডিজাইন রাখা হয়েছে। পুরাতন বিএসএ-এর মডেলে নতুনত্বের ছোঁয়াও নজরে পড়তে পারে। এটি ব্রিটেনের বাজারে প্রথম আনা হবে নাকি ভারতের বাজারে তা নিয়েই চলছে জল্পনা।

উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এতে থাকতে পারে গোলাকৃতি হেড ল্যাম্পের সাথে ডিআরএল, এলইডি টেল ল্যাম্প, টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, দীর্ঘ হ্যান্ডেল বার। এছাড়াও পিরেলি টায়ারের সাথে এতে স্পোক্ড হুইল নজরে পড়তে পারে। ক্রোম দ্বারা সমগ্র বডিটি শোভিত করা হতে পারে। অন্যদিকে রেট্রো থিমের সাথে আসতে পারে বাইকটি।

BSA Goldstar 650: ইঞ্জিন

বিএসএ গোল্ডস্টার ৬৫০-এ থাকতে পারে সিঙ্গেল সিলিন্ডার ৬৫০ সিসি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৪৭ এইচপি শক্তি এবং ৪০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে।

BSA Goldstar 650: দাম

ভারতের বাজারে এটির দাম হতে পারে ২.৯০ লাখ টাকার কাছাকাছি। তবে লঞ্চ হওয়ার পরই এর মূল্য নির্দিষ্টভাবে বলা সম্ভব।

প্রসঙ্গত, Mahindra-র অধীনস্থ সংস্থা Classic Legends ২৮ কোটি টাকার বিনিময় BSA Motorcycles-এর মালিকানা পেয়েছে। অন্যদিকে পুনের এক রাস্তায় সম্প্রতি ক্লাসিক লেজেন্ডস-এর একটি মোটরবাইকের টেস্ট রাইড করতে দেখা গেছে। জানা গেছে, আসন্ন বাইকগুলি সংস্থার পিথাম্পুর উৎপাদন কেন্দ্রে আনা হতে পারে সামনের বছর।