2022 Triumph Tiger 1200 range: অ্যাডভেঞ্চারের সম্রাট এবার নতুন অবতারে

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হল 2022 Triumph Tiger 1200। আগের তুলনায় নতুন মডেলটির ওজন কমানোর সাথে একে আরও শক্তিশালী বানানো হয়েছে। এর চ্যাসিসটিও নতুন। আবার নয়া…

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হল 2022 Triumph Tiger 1200। আগের তুলনায় নতুন মডেলটির ওজন কমানোর সাথে একে আরও শক্তিশালী বানানো হয়েছে। এর চ্যাসিসটিও নতুন। আবার নয়া Tiger 1200 দু’টি ভ্যারিয়েন্টে আনা হয়েছে – Tiger 1200 GT ও Tiger 1200 Rally Family। এই দু’টি ভ্যারিয়েন্টের মধ্যে প্রথমটি রোড-ওরিয়েন্টেড এবং দ্বিতীয়টি অফ-রোড ওরিয়েন্টেড। অন্যদিকে Tiger 1200 GT-র রয়েছে তিনটি ভিন্ন মডেল। যেগুলি হল – Tiger 1200 GT, Tiger 1200 GT Pro এবং Tiger 1200 GT Explorer। আসুন 2022 Triumph Tiger 1200-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের ইঞ্জিন, ফিচার ও দাম জেনে নেওয়া যাক।

2022 Triumph Tiger 1200: ইঞ্জিন

২০২২ ট্রায়াম্ফ টাইগার ১২০০-তে দেওয়া হয়েছে ১৬০০ সিসি ইঞ্জিন, এর থেকে ৯,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৫০ পিএস শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৩০ এনএম টর্ক পাওয়া যাবে। আগের চেয়ে নতুন ইঞ্জিনটি থেকে ৯ পিএস শক্তি এবং ৮ এনএম টর্ক বেশি পাওয়া যাবে।

2022 Triumph Tiger 1200: কালার ও ফিচার

ট্রায়াম্ফ টাইগার ১২০০ প্রো ও র‍্যালি এক্সপ্লোরার মডেল দুটি তিনটি রঙের বিকল্পে আসতে পারে – স্নোডোনিয়া হোয়াইট, স্যাফায়ার ব্ল্যাক এবং ম্যাট খাকি। আবার টাইগার ১২০০ জিটি প্রো এবং জিটি এক্সপ্লোরার বাইক দুটি স্নোডোনিয়া হোয়াইট, স্যাফায়ার ব্ল্যাক এবং লুকার্না ব্লু, এই তিনটি রঙে দেখা মিলতে পারে।

নতুন মডেলটির উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে ব্লাইন্ড স্পট রাডার সিস্টেম, মাই ট্রায়াম্ফ কানেক্টিভিটি সিস্টেম-সহ ৭ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অপটিমাইজড কর্নারিং ট্রাকশন কন্ট্রোল, একাধিক রাইডিং মোড, ইগনিশন সহ কিলেস সিস্টেম, স্টিয়ারিং ও ফুয়েল ক্যাপ লক, সম্পূর্ণ নতুন এলইডি লাইটিং ও ডিআরএল ইত্যাদি।

2022 Triumph Tiger 1200: দাম

ভারতের বাজারে লঞ্চ হলে 2022 Triumph Tiger 1200-এর দাম ১৭ লাখ টাকার কাছাকাছি হতে পারে। তবে আগামী কয়েক মাসের মধ্যে এটি বিশ্ববাজারে লঞ্চ হলেও ভারতের বাজারে বাইকটি কবে আত্মপ্রকাশ করবে, তা জানায়নি ট্রায়াম্ফ।