২৫০ টাকার কমে কলিং ও ডেটা, Airtel ও Vi-এর সেরা প্রিপেইড প্ল্যানগুলি দেখে নিন

হালফিলে Bharti Airtel (ভারতী এয়ারটেল) এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi-এর মত প্রাইভেট টেলিকম সংস্থাগুলি, নিজেদের প্রিপেইড রিচার্জের খরচ ২৫% পর্যন্ত বৃদ্ধি করায় একাংশ…

হালফিলে Bharti Airtel (ভারতী এয়ারটেল) এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi-এর মত প্রাইভেট টেলিকম সংস্থাগুলি, নিজেদের প্রিপেইড রিচার্জের খরচ ২৫% পর্যন্ত বৃদ্ধি করায় একাংশ গ্রাহকেরই কপালে হাত পড়েছে। কয়েকদিন আগে অবধি নির্দিষ্ট প্ল্যানগুলিতে যে বেনিফিট মিলত সেগুলি উপভোগ করতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি Airtel এবং Vi-এর গ্রাহক হন এবং ২৫০ টাকার কম মূল্যের কোনো রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদন। হ্যাঁ, আজ আমরা কিছু প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলব, তাদের দাম ২৫০ টাকারও কম।

২৫০ টাকার কমে মিলবে এই Vi প্ল্যানগুলি

এই মুহূর্তে ভোডাফোন আইডিয়া ২৫০ টাকার কম দামে ছয়টি প্ল্যান সরবরাহ করে, যাদের মূল্য ১২৯ টাকা, ১৪৯ টাকা, ১৭৯ টাকা, ১৯৯ টাকা, ২১৯ টাকা ও ২৪৯ টাকা। এর মধ্যে ১২৯ টাকার প্ল্যানে ১৮ দিনের জন্য মোট ২০০ এমবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়, তবে এতে কোনো এসএমএস বেনিফিট নেই। অন্যদিকে ১৪৯ টাকার প্ল্যান রিচার্জ করলে মোট ১ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল মেলে; এটির বৈধতা ২১ দিন এবং এতেও এসএমএসের বেনিফিট পাওয়া যায়না। সংস্থার ১৭৯ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন এবং এটি মোট ২ জিবি ডেটা, ৩০০টি মেসেজ, আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেয়। সাথে থাকে Vi Movies & TV-এর অ্যাক্সেস।

একইভাবে Vi-এর ১৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১ জিবি ডেটা ও ১০০টি এসএমএস পাওয়া যায়; বৈধতা ১৮ দিন। ২১৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ২১ দিনের মেয়াদে ওই একই সুবিধা মেলে। তবে ২৪৯ টাকার প্ল্যানটি প্রতিদিন ১.৫ জিবি ডেটা অফার করে। এই ২১ দিন ভ্যালিডিটিযুক্ত রিচার্জ অপশনে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি এসএমএসেরও সুবিধা থাকে। উল্লেখ্য, এই তিনটি প্ল্যানেই Vi Movies & TV-এর ফ্রি সাবস্ক্রিপশন উপলব্ধ।

২৫০ টাকার কমে এই Airtel প্ল্যানগুলি উপলব্ধ

১. Airtel-এর ১৫৫ টাকার প্রিপেড প্ল্যান: এই প্ল্যানে ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৩০০টি মেসেজ দেওয়া হয়; এর বৈধতা ২৪ দিন। অন্যান্য সুবিধার কথা বললে, এই প্ল্যানটি ৩০ দিনের অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস অফার করে।

২. Airtel-এর ১৭৯ টাকার প্রিপেড প্ল্যান: এয়ারটেলের ১৭৯ টাকার প্রিপেইড প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া এতে মেলে মোট ২ জিবি ডেটা। সেক্ষেত্রে ইউজাররা এটি রিচার্জ করলে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের ফ্রি অ্যাক্সেস পাবেন।

৩. Airtel-এর ২৩৯ টাকার প্রিপেড প্ল্যান: ২৩৯ টাকার এই প্ল্যানে রোজ ১ জিবি ডেটা ও ১০০টি করে এসএমএস মেলে। সাথে ২৪ দিনের জন্য পাওয়া যায় আনলিমিটেড ভয়েস কল। অতিরিক্ত বেনিফিট বলতে, এতেও অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন, হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের ফ্রি অ্যাক্সেস উপলব্ধ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন