Lenovo Legion কাল আসছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ, ৩০ মিনিটে হবে ফুল চার্জ

আজ বাদে কাল লঞ্চ হবে গেমিং ফোন Lenovo Legion। কাল বিকাল ৫টায় চীনের মার্কেটে ফোনটিকে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই এই ফোনটি সম্পর্কে নতুন তথ্য…

আজ বাদে কাল লঞ্চ হবে গেমিং ফোন Lenovo Legion। কাল বিকাল ৫টায় চীনের মার্কেটে ফোনটিকে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই এই ফোনটি সম্পর্কে নতুন তথ্য সামনে এল। জানা গেছে লেনোভো লিজিয়ন ফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। যা ৩০ মিনিটে ফোনকে ফুল চার্জ করে দেবে। আগেই জানা গিয়েছিল যে লেনোভো লিজিয়ন কোয়ালকম স্নাপড্রাগণ ৮৬৫ প্লাস প্রসেসরের সাথে আসবে। ৫জি সাপোর্টের সাথে এই ফোনে গেমাররা দুর্দান্ত গেমিংয়ের আনন্দ নিতে পারবেন।

কিছুদিন আগে Lenovo Legion ফোনকে বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চে দেখা গিয়েছিল। গিকবেঞ্চে এই ফোনের মডেল নম্বর L79031। এখান থেকে জানা গেছে এই ফোনে ১৬ জিবি র‌্যাম থাকবে। এছাড়াও ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপর আসবে। বেঞ্চমার্ক সাইটে সিঙ্গেল কোর টেস্টে এই ফোন ৪,৫৫৬ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ১৩,৪৩৮ পয়েন্ট পয়েন্ট পেয়েছে।

Lenovo Legion এর অন্যান্য ফিচারের কথা বললে এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। যার রেজুলেশন হবে ১০৮০ x ২৩৪০ পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট হবে ২৭০ হার্টজ। ফোনের সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আবার পিছনে থাকবে ৬৪ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল ক্যামেরা।

এই গেমিং ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। যেখানে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হতে পারে। এই ফোনের ডিসপ্লে হবে নচ লেস। ফিচার দেখে মনে হচ্ছে যে, এই ফোনের দাম ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে থাকবে।