Realme GT 2 Series: রিয়েলমির প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন 4 জানুয়ারি লঞ্চ হচ্ছে, রইল সমস্ত খুঁটিনাটি তথ্য

২০২১-এ নয়, শেষ পর্যন্ত ২০২২-এর ঘরে পা রেখেই আত্মপ্রকাশ করবে রিয়েলমির প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 2 সিরিজ। রিয়েলমি তাদের ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের…

২০২১-এ নয়, শেষ পর্যন্ত ২০২২-এর ঘরে পা রেখেই আত্মপ্রকাশ করবে রিয়েলমির প্রথম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 2 সিরিজ। রিয়েলমি তাদের ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের উদ্দেশ্যে জানিয়েছে যে, Realme GT 2 সিরিজের স্মার্টফোনগুলি জানুয়ারির ৪ তারিখে সন্ধ্যা ৭.৩০টায় (ভারতীয় সময় বিকাল ৫টা) চীনে লঞ্চ করা হবে।

আবার বিশ্ববাজারেও ওই দিন সকাল ১১.৩০এ (ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড) অর্থাৎ একই সময়ে Realme GT 2 সিরিজের গ্লোবাল লঞ্চ হবে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, Realme GT 2 সিরিজে কতগুলি হ্যান্ডসেট আসবে, তা এখনও খোলাখুলি জানায়নি সংস্থা। যদিও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই লাইনআপের অধীনে Realme GT 2 Realme GT Pro বাজারে আসবে। ফোন দু’টির আনঅফিসিয়াল স্পেসিফিকেশনগুলি নীচে দেওয়া হল।

রিয়েলমি জিটি ২ স্পেসিফিকেশনস
(Realme GT 2 Specifications)

এটি Realme GT 2 সিরিজের বেস মডেল। এতে ৬.৬ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। রিয়েলমি জিটি ২ এর ব্যাক প্যানেলে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা + ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ক্যামেরা। ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা পাওয়া যাবে।

Realme GT 2 গত বছরের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, রিয়েলমি জিটি ২ এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ডুয়েল স্পিকার, এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে আসতে পারে।

রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশনস
(Realme GT 2 Pro Specifications)

Realme GT 2 সিরিজের অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট হল Realme GT 2 Pro। এটি রিয়েলমির প্রথম ফোন যাতে নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। রিয়েলমি জিটি ২ প্রো-র ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে কোয়াড এইচডি রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। রিয়েলমি জিটি ২ প্রো সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম (LPDDR5) ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) কনফিগারেশনে আসতে পারে।

Realme GT 2 Pro-এর ব্যাক প্যানেলে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (Sony IMX766) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি টেলিফটো ক্যামেরা। আবার এতে স্ক্রিনের মধ্যে লুকানো সেলফি ক্যামেরা বা আন্ডার ডিসপ্লে সেল্ফি ক্যামেরা থাকবে বলেও জল্পনা শোনা যাচ্ছে।