General Motors-এর ৯০ বছরের দর্পচূর্ণ, এই প্রথম আমেরিকায় গাড়ি বিক্রিতে শীর্ষস্থানে Toyota

প্রায় ন’দশকে ধরে আমেরিকার বাজারে গাড়ি বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে জেনারেল মোটরস (General Motors) বা জিএম (GM)৷ সেই আধিপত্যে এবার চিড় ধরল৷ ১৯৩১-এর…

প্রায় ন’দশকে ধরে আমেরিকার বাজারে গাড়ি বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে জেনারেল মোটরস (General Motors) বা জিএম (GM)৷ সেই আধিপত্যে এবার চিড় ধরল৷ ১৯৩১-এর পর এই প্রথম তারা পাইকারি গাড়ি বিক্রির হিসেবে নেমে গেল দ্বিতীয় স্থানে৷ জেনারেল মোটরস’কে দু’নম্বরে পিছনে ঠেলে এক নম্বরে উঠে এসেছে জাপানের সংস্থা টয়োটা (Toyota)৷

জেনারেল মোটরস এবং তাদের ডিলাররা গত বছর ২.২ মিলিয়ন (২২ লক্ষ) গাড়ি বিক্রির কথা জানিয়েছে৷ ২০২০-এর তুলনায় যা ১৩ শতাংশ কম৷ অন্য দিকে, টয়োটা ২.৩ মিলিয়নের (২৩ লক্ষ) বেশি গাড়ি বেচেছে৷ গত বছরের চেয়ে তাদের বিক্রি বেড়েছে ১০.৪ শতাংশ৷ ২০২১-এ জিএম’র চেয়ে ১,১৪,০৩৪ গাড়ি বেশি বিক্রি করেছে টয়োটা৷

উল্লেখ্য, ২০২০-এ আমেরিকায় টয়োটা’র গাড়ি বিক্রির পরিমাণ ছিল ২.৫৫ মিলিয়ন ইউনিট৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা টয়োটা ও ফোর্ড’র গাড়ি বিক্রি হয়েছিল যথাক্রমে ২.১১ মিলিয়ন ও ২.০৪ মিলিয়ন ইউনিট৷ জিএম’র দাবি, সেমিকন্ডাক্টরের মতো যন্ত্রাংশের জোগান কমে যাওয়ায় উৎপাদন ব্যহত হয়েছিল৷ গাড়ি ঠিকমতো সরবরাহ করা যায়নি৷ সেই কারণেই বিক্রিতে পতন৷

যদিও টয়োটা সংকটের মধ্যেও তাদের সাপ্লাই চেইন বা যোগাল শৃঙ্খলকে দারুণভাবে পরিচালনা করতে পেরেছে৷ এর ফলে ৯০ বছরের ইতিহাসে এই প্রথমবার জেনারেল মোটরস’কে পিছনে ফেলে তারা এখন আমেরিকায় গাড়ি বিক্রিতে প্রথম স্থানে৷