Redmi Note 11S: 108MP ক্যামেরা ও 90Hz ডিসপ্লের নতুন ফোন, লঞ্চ হতে পারে ফেব্রুয়ারিতে

Redmi Note 11 সিরিজের নতুন সদস্যকে অর্ভ্যথনা জানাতে চলেছে শাওমি (Xiaomi)৷ নতুন মডেলটির নাম Redmi Note 11S৷ এটি বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে ফেব্রুয়ারির শেষে৷ তারপরে…

Redmi Note 11 সিরিজের নতুন সদস্যকে অর্ভ্যথনা জানাতে চলেছে শাওমি (Xiaomi)৷ নতুন মডেলটির নাম Redmi Note 11S৷ এটি বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে ফেব্রুয়ারির শেষে৷ তারপরে পা রাখতে পারে ভারতের বাজারে৷ যে টুকু খবর, স্মার্টফোনটির মেন হাইলাইট ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৯০ হার্টজ ডিসপ্লে৷

টিপস্টার মুকুল শর্মা’র সঙ্গে যৌথ উদ্যোগে ৯১মোবাইলস একটি প্রতিবেদনে দাবি করেছে, ইউরোপ এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, এবং ইন্দোনেশিয়ার মতো এশিয়ার বিভিন্ন দেশে অভ্যন্তরীণভাবে Redmi Note 11S এর পরীক্ষানিরীক্ষা চলছে৷ ডিভাইসটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে ফেব্রুয়ারি মাসের শেষান্তে৷ গ্লোবাল রিলিজের পরেই এটি ভারতে পা রাখতে পারে বলে মনে করা হচ্ছে৷

Redmi Note 11S এর কয়েকটি স্পেসিফিকেশন সামনে এসেছে৷ যেমন এতে 5G এনাবেল্ড MediaTek Dimensity প্রসেসর থাকবে বলে জল্পনা চলছে৷ স্মার্টফোনটির ইউএসপি হতে পারে ফটোগ্রাফি৷ Redmi Note 11S-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে – একটি ১০৮ মেগাপিক্সেল Samsung HM2 ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল Sony IMX3555 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং একটি ২ মেগাপিক্সেল OV2a OmniVision ম্যাক্রো সেন্সর৷

রেডমি নোট ১১এস-এর সামনে দেখা যাবে ১৩ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা৷ ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ এটি অ্যামোলেড না এলসিডি প্যানেল সেটা এই মুহূর্তে অজানা৷ আবার স্টোরেজ কনফিগারেশন, ডিজাইন, ব্যাটারি সম্বন্ধীয় তথ্যাবলী এখনও সামনে আসা বাকি৷