OnePlus 10 Pro হবে সংস্থার সবচেয়ে সেরা ক্যামেরা স্মার্টফোন, ভারতে কত দাম রাখা হবে জানুন

এযাবৎ ওয়ানপ্লাস স্মার্টফোনের সবচেয়ে সেরা ক্যামেরার শিরোপা পেতে চলেছে আসন্ন OnePlus 10 Pro! এমন দাবিই উঠে আসছে সাম্প্রতিক রিপোর্টে। চীনে আগামী ১১ জানুয়ারি আত্মপ্রকাশ করতে…

এযাবৎ ওয়ানপ্লাস স্মার্টফোনের সবচেয়ে সেরা ক্যামেরার শিরোপা পেতে চলেছে আসন্ন OnePlus 10 Pro! এমন দাবিই উঠে আসছে সাম্প্রতিক রিপোর্টে। চীনে আগামী ১১ জানুয়ারি আত্মপ্রকাশ করতে চলেছে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। লঞ্চের আগে বিভিন্ন রিপোর্টে ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আনা হচ্ছে। তার মধ্যে একটিতে বলা হচ্ছে, চীনা ব্র্যান্ডটির স্মার্টফোনেগুলির মধ্যে সবচেয়ে সেরা ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে OnePlus 10 Pro। সম্প্রতি ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা পিট লাউ (Pete Lau) আসন্ন এই ফ্ল্যাগশিপ ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনগুলি সামনে এনেছিলেন। পাশাপাশি, কোম্পানির তরফে OnePlus 10 Pro -এর ক্যামেরার অতিরিক্ত বিবরণগুলিও প্রকাশ্যে আনা হয়েছে।

OnePlus 10 Pro ফোনের ক্যামেরা ফিচার সামনে এল

ওয়ানপ্লাসের তরফে জানানো হয়েছে, ওয়ানপ্লাস ১০ প্রো স্মার্টফোনে থাকবে দ্বিতীয় প্রজন্মের হ্যাসেলব্লাড প্রো (Hasselblad Pro) মোড, যার মাধ্যমে এই ফোনে সাপোর্ট করবে ১২ বিট আরএডাব্লিউ (RAW) ফটোগ্রাফি। এই ফোনে আরএডাব্লিউ প্লাস (RAW+)-ও সাপোর্ট করবে বলে জানা গেছে, যা একই সাথে জেপিইজি (JPEG) এবং আরএডব্লিউ (RAW) ফাইল তৈরি করতে পারে। এছাড়াও বলা হচ্ছে, ওয়ানপ্লাস ১০ প্রো হবে কোম্পানির প্রথম স্মার্টফোন, যেটিতে ওপ্পো ফাইন্ড এক্স৩ প্রো ফোনটির মতো ১০-বিট কালার ফটোগ্রাফি সাপোর্ট করবে ।

অন্যদিকে, সম্প্রতি লঞ্চ হওয়া Realme GT 2 Pro এবং iQOO 9 Pro- এই ফ্ল্যাগশিপগুলির মত OnePlus 10 Pro ফোনেও উপস্থিত থাকবে ১৫০ ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর এবং এই ফোনে সাপোর্ট করবে ফিশআই মোডও। এছাড়াও, ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে মুভি মোড থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও রেকর্ড করার আগে এবং পরে আইএসও (ISO), শাটার স্পিড এবং অন্যান্য সেটিংসের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারবেন।

জানিয়ে রাখি, OnePlus 10 Pro স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৫০ ডিগ্রী ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩×(3x) অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। আর ফোনের সামনে সেলফি আর ভিডিও কলিংয়ের জন্য, দেওয়া হতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

প্রসঙ্গত, অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে, OnePlus 10 Pro-তে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭৮ ইঞ্চির কোয়াডএইচডি+ AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট, সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যেতে পারে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। OnePlus 10 Pro ফোনটি রান করতে পারে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস১২ (ColorOS 12)।

ভারতে ওয়ানপ্লাস ১০ প্রো-র সম্ভাব্য দাম (OnePlus 10 Pro Expected Price in India)

সম্প্রতি এক টিপস্টার দাবি করেছেন, ভারতে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ৬০,০০০ টাকার কম রাখা হবে। ফোনটি ৮ জিবি/ ১২ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।