Redmi Note 11 Pro, Poco X4 NFC বিশ্ব বাজারে MIUI 13 ওএস সহ আসছে, পেল FCC সার্টিফিকেশন

শাওমি তাদের নতুন দুটি স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে, যেগুলি হল Poco X4 NFC ও Redmi Note 11 Pro এর গ্লোবাল…

শাওমি তাদের নতুন দুটি স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে, যেগুলি হল Poco X4 NFC ও Redmi Note 11 Pro এর গ্লোবাল ভ্যারিয়েন্ট। কিছুদিন আগে Poco X4 NFC ফোনটিকে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখতে পাওয়া গিয়েছিল। আর গতবছর অক্টোবর মাসে চীনে Redmi Note 11 Pro উন্মোচনের পরই শোনা যাচ্ছিল এর গ্লোবাল ভ্যারিয়েন্ট শীঘ্রই আসছে। এখন আবার Poco X4 NFC ও Redmi Note 11 Pro ফোন দুটিকে দেখতে পাওয়া গেল ফেডারেল কমিউনিকেশন কমিশনের (FCC) সাইটে। এফসিসির অনুমোদন পাওয়ার পর আশা করা হচ্ছে ফোনগুলি কয়েকদিনের মধ্যেই বাজারে পা রাখবে।

Poco X4 NFC ও Redmi Note 11 Pro পেল FCC সার্টিফিকেশন

2201116SR এবং 2201116PG মডেল নম্বর সহ দুটি শাওমি ডিভাইস ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) থেকে সার্টিফিকেশন লাভ করেছে। এর আগে জানা গিয়েছিল যে, 2201116SR মডেল নম্বরের ফোনটি রেডমি নোট ১১ প্রো হিসাবে গ্লোবাল মার্কেটে আসতে পারে৷ অন্যদিকে, 2201116PG মডেল নম্বর যুক্ত স্মার্টফোনটি পোকো এক্স৪ এনএফসি বা পোকো এম৪ নাম নিয়ে বাজারে পা রাখবে বলে মনে করা হচ্ছে । এছাড়া, আরও একটি রিপোর্টে দাবি করা হয়েছে, 2201116PI মডেল নম্বর সহ একটি ভারতীয় ভ্যারিয়েন্টও মুক্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে এফসিসি লিস্টিং থেকে জানা গেছে, 2201116SR এবং 2201116PG ফোন দুটি চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই (MIUI 13) কাস্টম স্কিনে। কানেক্টিভিটির জন্য এই মডেলগুলিতে থাকতে পারে ৫জি ও ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই। তবে এছাড়া এখান থেকে ডিভাইসগুলি সম্পর্কে এরচেয়ে বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, 2201116SC মডেল নম্বরের একটি শাওমি ফোন সম্প্রতি 3C সার্টিফিকেশন সাইটে ৬৭ ওয়াট চার্জার সহ দেখা গিয়েছিল। অনুমান করা হচ্ছে এই ফোনটিই 2201116SR-এর চাইনিজ ভ্যারিয়েন্ট হতে পারে।

এদিকে সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে, 2201116SR মডেল নম্বর যুক্ত স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকমের প্রসেসর। এই ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে দেওয়া হতে পারে ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং জিডাব্লিউ৩ (Samsung GW3) বা ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং এইচএম২ (Samsung HM2) প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫ (Sony IMX35) আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের অমনিভিশন ওভি০২এ (OmniVision OV02A) ম্যাক্রো লেন্স।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন