আইফোনের পর এবার iPad Pro 2022 আসছে MagSafe ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ

গত বছর মে মাসে বাজারে পা রাখে iPad Pro 2021। তারপর গত ডিসেম্বরের শেষে জানতে পারা যায় যে, অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের iPad Pro সিরিজের…

গত বছর মে মাসে বাজারে পা রাখে iPad Pro 2021। তারপর গত ডিসেম্বরের শেষে জানতে পারা যায় যে, অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের iPad Pro সিরিজের ট্যাবলেটগুলি বাজারে আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে এখন একটি নতুন রিপোর্ট থেকে iPad Pro 2022 সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, Apple আসন্ন iPad Pro সিরিজে সংস্থার নিজস্ব ওয়্যারলেস চার্জিং সলিউশন ‘ম্যাগসেফ’ (MagSafe) ব্যবহার করার জন্য ট্যাবগুলিকে নতুন করে ডিজাইন করার পরিকল্পনা করছে।

Apple iPad Pro 2022 আসতে পারে MagSafe ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ

অ্যাপলের ম্যাগসেফ চার্জিং সলিউশনটি আইফোনে দ্রুত এবং নিরাপদে তারবিহীনভাবে চার্জ করার জন্য ডিজাইন করা হয়েছে। দ্রুত ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ১৫ ওয়াট পর্যন্ত সর্বোচ্চ শক্তি সরবরাহ করে চার্জিংকে অপ্টিমাইজ করতে সক্ষম এই সিস্টেমটি। তবে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংকে আইপ্যাডে সংযুক্ত করা মোটেই সহজ কাজ নয়। কারণ বর্তমানে বাজারে বিদ্যমান আইপ্যাড প্রো ট্যাবগুলির পিছনে রয়েছে অ্যালুমিনিয়াম প্যানেল, কিন্তু এতে ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত করার জন্য ব্যাক প্যানেলটি অবশ্যই কাঁচের তৈরি হতে হবে।

তবে 9to5Mac -এর একটি রিপোর্ট থেকে জানা গেছে, অ্যাপল এই সমস্যাটির একটি বুদ্ধিদীপ্ত সমাধান খুঁজে পেয়েছে। বলা হচ্ছে, আসন্ন iPad Pro 2022 ট্যাবলেটেও পূর্বসূরির মত অ্যালুমিনিয়াম ব্যাক কেস ডিজাইন থাকবে, তবে মাঝখানে চিরপরিচিত অ্যাপল লোগোটি এখন কাঁচ দিয়ে তৈরি হবে। আর বিদ্যুৎ সঞ্চালন করার ক্ষেত্রে ব্যবহৃত ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্যাডগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য আকারেও লোগোটিকে আগের থেকে বড় করা হবে বলে মনে করা হচ্ছে।

এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, অ্যাপল ইতিমধ্যেই iPad Pro -এর প্রোটোটাইপগুলি তৈরি করছে, যাতে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংয়ের জন্য বড় গ্লাস অ্যাপল লোগো ব্যবহার করা হয়েছে এবং এতে দুর্ঘটনা প্রতিরোধ করতে শক্তিশালী চুম্বকও ব্যবহার করা হবে।

অন্যদিকে, ওয়্যারলেস চার্জিংকে যুক্ত করার পাশাপাশি iPad Pro 2022 ট্যাবলেটে চিরাচরিত অ্যাপল নচ ডিজাইনও থাকতে পারে, যেমনটা দেখা গেছে, iPhone 13 Pro-এ। আসন্ন আইপ্যাডগুলির কিছু রেন্ডারও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যার থেকে জানা গেছে, এতে তুলনামূলক সরু বেজেল, বৃত্তাকার কোণ এবং ডিসপ্লের ওপরে মাঝবরাবর নচ থাকতে পারে। রেন্ডারগুলি থেকে আরও iPad Pro 2022 ট্যাবের ব্যাক প্যানেলের ডিজাইনও সামনে এসেছে৷ রেন্ডারেও দেখা গেছে, অ্যাপল লোগোটি বড় করা হয়েছে এবং iPhone 13 Pro ফোনের সাথে সাদৃশ্যপূর্ণ ডায়গোনাল ক্যামেরা মডিউলও থাকতে পারে এই আসন্ন আইপ্যাডে।