Honda Shine: দেশের প্রথম 125 সিসি বাইক হিসেবে 1 কোটি বিক্রির নজির গড়ল হন্ডা শাইন

অ্যাডভেঞ্চার, স্ক্র্যাম্বলার, স্পোর্টি মডেলের টু-হুইলারের প্রতি যেমন বাইক প্রেমীদের দুর্বলতা রয়েছে, তেমন এখনো বহু মধ্যবিত্তের নিত্যদিনের পথ চলার ভালোবাসা কিন্তু এখনও সেই কমিউটার সেগমেন্টেই আটকে…

অ্যাডভেঞ্চার, স্ক্র্যাম্বলার, স্পোর্টি মডেলের টু-হুইলারের প্রতি যেমন বাইক প্রেমীদের দুর্বলতা রয়েছে, তেমন এখনো বহু মধ্যবিত্তের নিত্যদিনের পথ চলার ভালোবাসা কিন্তু এখনও সেই কমিউটার সেগমেন্টেই আটকে রয়েছে। যার প্রত্যক্ষ প্রমাণ আরো একবার ধরা পড়ল। ভারতে ১ কোটি Honda Shine বিক্রির মাইলফলক স্পর্শ করল Honda Motorcycle & Scooter। শুনে বিশ্বাস করতে সমস্যা হচ্ছে? তবে এটাই সত্যি! ২০০৬ সালে ভারতের বাজারে পথ চলা শুরু করেছিল Honda Shine। অল্প কিছুদিনের মধ্যেই মধ্যবিত্তের হৃদয়ে জায়গা করে নেয় বাইকটি। এরপর আর ফিরে তাকাতে হয়নি।

১৬ বছরের লম্বা যাত্রাপথ পেরিয়ে আজ ১২৫ সেগমেন্টের মোটরসাইকেলের বিক্রিতে সাফল্যের চূড়ায় অবস্থান করছে হন্ডা সাইন (Honda Shine)। ৫০ শতাংশের অধিক মার্কেট শেয়ার নিজের কুক্ষিগত রেখেছে টু-হুইলারটি। যে কারণে এই সেগমেন্টের ‘রাজা’ হিসেবে জানা যায় একে। অন্যদিকে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর তথ্য অনুযায়ী ইয়ার-অন-ইয়ার এর নিরিখেও গত বছরের বিক্রিতে ২৯% অগ্রগতি নিবন্ধীত করা হয়েছে।

বর্তমানে মডেল অনুযায়ী সাইনের বাজার দর ৫৭,০৯৪-৮২,২৪৬ টাকা (এক্স-শোরুম, কলকাতা)। এই বৃহৎ সাফল্য অর্জনের প্রসঙ্গে হন্ডার সভাপতি এবং সিইও আতসুশি ওগাটা (Atsushi Ogata) বলেছেন, “কয়েক বছর ধরে Shine-এর প্রতি মানুষের সাড়া দেখে আমরা কৃতজ্ঞ। ২০২২-এ ভারত যেখানে চমকদার Shine-এ যাত্রা করছে, আমরা নতুন চ্যালেঞ্জ নিতে এবং আমাদের বিশ্বস্ত গ্রাহকদের সেরা পণ্যের আনন্দ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যান্ডটির উপর আস্থা রাখার জন্য Honda পরিবারের পক্ষ থেকে আমি আমাদের গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি।”

প্রসঙ্গত, Honda Shine লঞ্চ হওয়ার ৫৪ মাসের মধ্যে এটির ১০ লক্ষ ইউনিট বিক্রি হয়। ২০১৩-তে দেশে প্রতি তিনটি ১২৫ সিসি মোটরসাইকেলের মধ্যে একটি ছিল এটি। ২০১৫-তে বাইকটিতে কম্বি-ব্রেক সিস্টেম যোগ হওয়ায় ২০১৭-তে ৫০ লক্ষ ইউনিট বিক্রির মাধ্যমে দেশের ১২৫ সেগমেন্টে সর্বাধিক বিক্রিত টু-হুইলারের তকমা আদায় করে Honda Shine।