REDMAGIC 7 আগামী মাসেই Redmi K50 Gaming Edition কে টেক্কা দিতে লঞ্চ হচ্ছে, ফাঁস হল স্পেসিফিকেশন

ZTE Nubia-র REDMAGIC (রেডম্যাজিক) ব্র্যান্ডিংযুক্ত গেমিং স্মার্টফোনগুলি এমনিতে বাজারে বেশ জনপ্রিয়। সেক্ষেত্রে বিদ্যমান লাইনআপ থেকে অত্যন্ত সফলতা পাওয়ার পর এবার REDMAGIC 7 (রেডম্যাজিক ৭) নামে…

ZTE Nubia-র REDMAGIC (রেডম্যাজিক) ব্র্যান্ডিংযুক্ত গেমিং স্মার্টফোনগুলি এমনিতে বাজারে বেশ জনপ্রিয়। সেক্ষেত্রে বিদ্যমান লাইনআপ থেকে অত্যন্ত সফলতা পাওয়ার পর এবার REDMAGIC 7 (রেডম্যাজিক ৭) নামে পরবর্তী প্রজন্মের গেমিং হ্যান্ডসেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Nubia (নুবিয়া)। কোম্পানি আজ উইবোতে ঘোষণা করেছে যে, REDMAGIC 7 স্মার্টফোনটি ফেব্রুয়ারিতে অর্থাৎ আগামী মাসে লঞ্চ করা হবে। তবে, ঠিক কবে সিরিজটি আত্মপ্রকাশ করবে তা এখনও জানানো হয়নি।

Redmi K50 Gaming Edition-এর প্রতিদ্বন্দ্বী হবে REDMAGIC 7

উল্লেখ্য, Xiaomi-র Redmi K50 Gaming Edition ফোনটিও পরের মাসে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে বলে জানা গেছে। সেক্ষেত্রে নতুন রেডম্যাজিক ৭ হ্যান্ডসেট একই সময়ে লঞ্চ হলে (সম্ভবত দুটি ফোন অল্প সময়ের ব্যবধানে চালু হবে), এটি রেডমি ফোনের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে।

REDMAGIC 7-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আসন্ন রেডম্যাজিক ৭ ফোনটির তথ্য TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে সামনে এসেছে। উক্ত লিস্টিং অনুযায়ী, ডিভাইসটিতে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি এইচডি+ OLED ডিসপ্লে থাকবে, যার মধ্যে দেওয়া হবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আবার এতে স্ন্যাপড্রাগন ৮ জেন১ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি ১৮ জিবি পর্যন্ত র‌্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসছে। আবার এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ও ১৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটির পিছনে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেখা যাবে। সেক্ষেত্রে রেডম্যাজিক ৭ ফোন ব্ল্যাক, গ্রীন, রেড এবং ব্লু গ্রেডিয়েন্ট কালার অপশনে আসবে বলে জানা গিয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন