Realme V23 আসছে 33 ওয়াট ফাস্ট চার্জারের সঙ্গে, 3C-এর শংসাপত্র পেল

গত সপ্তাহে চীনের TENAA কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়া RMX3475 মডেল নম্বরের একটি রিয়েলমি হ্যান্ডসেট বাজারে Realme V25 নামে আত্মপ্রকাশ করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু…

গত সপ্তাহে চীনের TENAA কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়া RMX3475 মডেল নম্বরের একটি রিয়েলমি হ্যান্ডসেট বাজারে Realme V25 নামে আত্মপ্রকাশ করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু ডিভাইসটি এখন সে দেশের 3C কর্তৃপক্ষের শংসাপত্র পাওয়ার পর ইঙ্গিত করছে, সেটি Realme V25 নামে নাও লঞ্চ হতে পারে। চীনে স্মার্টফোনটির অফিসিয়াল নাম হতে পারে Realme V23।

Realme RMX3475 ফোনকে ৩৩ ওয়াট ফাস্ট চার্জারের সঙ্গে সার্টিফিকেশন পোর্টালে স্পট করা হয়েছে। এদিকে রিয়েলমি গত বছর চীনে চারটি V সিরিজের হ্যান্ডসেট লঞ্চ করেছিল – Realme V11, V11s, V13, এবং V15। শেষের মডেলটি বাদ দিলে বাকিগুলোতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ফেসিলিটি দেওয়া হয়েছিল। সূত্রের দাবি, Realme V23 গত বছরের Realme V13-এর আপগ্রেড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

TENAA-র লিস্টিং অনুযায়ী, RMX3475 বা Realme V23 হ্যান্ডসেটে ৬.৫ ইঞ্চি এলসিডি ফুল-এইচডি+ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এতে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। ফোনটি ২.২ গিগাহার্টজ প্রসেসর দ্বারা পরিচালিত হবে। অনুমান, এটি Snapdragon 6-সিরিজের 5G রেডি চিপসেট হতে পারে।

এছাড়া, Realme V23 হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ইউআই ৩.০ প্রি-ইনস্টলড থাকবে। ব্যাটারিটি ৫,০০০ এমএএইচ হওয়ার সম্ভাবনা। ডিভাইসটি ডার্ক গ্রে, পিক ব্লু, এবং অরোরা কালার অপশনে উপলব্ধ হতে পারে।