Samsung Galaxy S22 সিরিজের চার্জি স্পিড সামনে এল, থাকবে 45W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট

আগামী ৯ ফেব্রুয়ারি আয়োজিত স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Samsung Galaxy Unpacked 2022) ইভেন্টে লঞ্চ হবে স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S22। ওইদিন…

আগামী ৯ ফেব্রুয়ারি আয়োজিত স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Samsung Galaxy Unpacked 2022) ইভেন্টে লঞ্চ হবে স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S22। ওইদিন ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে লাইনআপে থাকা Samsung Galaxy S22, Samsung Galaxy S22 Plus ও Samsung Galaxy S22 Ultra – এই তিন ফোনের ওপর থেকে পর্দা সরানো হবে। গত কয়েক মাস ধরে বিভিন্ন রিপোর্ট ও লিকের মাধ্যমে তিনটি স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সংক্রান্ত প্রায় সব তথ্যই প্রকাশ্যে এসেছে। এখন আবার লঞ্চের আর কয়েকদিন আগে ডিইএমকেও (DEMKO) সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে Samsung Galaxy S22 সিরিজের মডেলগুলির চার্জিং সাপোর্টগুলি সম্পর্কে জানতে পারা গেছে।

Samsung Galaxy S22 সিরিজের মূল্য প্রকাশ করলো DEMKO সার্টিফিকেশন সাইট

জনপ্রিয় টিপস্টার সুধাংশু আম্ভরে টুইটারে ডিইএমকেও সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলির লিস্টিং শেয়ার করেছেন। জানা গেছে, উল্লিখিত সার্টিফিকেশন সাইটে SM-S901E, SM-S901E/DS, এবং SM-S9010- এই তিনটি মডেল নম্বর সহ (দেশ ভিত্তিক) স্যামসাং গ্যালাক্সি এস২২ বেস মডেলটি তালিকাভুক্ত হয়েছে। এই ফোনে থাকবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকতে পারে ৩,৭০০ এমএএইচ ব্যাটারি।

অন্যদিকে, SM-S906E, SM-S906E/DS এবং SM-S9060 মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ফোনটি সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংয়ে দেখা গেছে এই ফোনের সাথে আসবে একটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জার। পূর্বে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই মডেলে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে DEMKO-তে SM-908E, SM-S908E/DS, এবং SM-S9080 মডেল নম্বর এবং একটি ৪৫ ওয়াট চার্জার সহ অন্তর্ভুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনটি। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে অনুমান করা হচ্ছে।

এই প্রসঙ্গে জানাই, চলতি মাসের শুরুতে টিপস্টার রোল্যান্ড কোয়ান্ডট (Roland Quandt) স্যামসাংয়ের ৪৫ ওয়াটের পিডি পাওয়ার অ্যাডাপ্টারের একটি টিজার টুইটারে শেয়ার করেছিলেন। চার্জারটি Samsung Galaxy S22+ এবং Galaxy S22 Ultra মডেলের রিটেইল প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে কিনা তা স্পষ্ট নয়। সম্ভবত, দক্ষিণ কোরিয়ান সংস্থাটি আলাদাভাবে চার্জিং ব্রিকগুলি বিক্রি করতে পারে।

উল্লেখ্য, Samsung Galaxy S22 সিরিজের তিন মডেলই ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে বলে মনে করা হচ্ছে। স্যামসাংয়ের S22 সিরিজটি বাজারের উপর নির্ভর করে সংস্থার লেটেস্ট এক্সিনস ২২০০ বা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের সাথে পাওয়া যাবে। Galaxy S22, Galaxy S22+ এবং গ্যালাক্সি S22 Ultra ফোনে যথাক্রমে ৬.১ ইঞ্চির, একটি ৬.৬ ইঞ্চির, এবং ৬.৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে ও আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে৷ আল্ট্রা মডেলে কোয়াড এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে, তবে বেস মডেল এবং এর প্লাস সংস্করণ ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে বলে জানা গেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন