Tata Tiago, Tigor CNG: লঞ্চের একমাসও হয়নি, তার মধ্যেই টাটার প্রথম সিএনজি গাড়িদ্বয়ের বিক্রি 3000 ছাড়াল

ভারতের বাজারে লঞ্চ হয়েছে একমাসও পেরোয়নি। এরইমধ্যে ক্রেতাদের থেকে যথেষ্টই সাড়া পেয়েছে Tata Tiago CNG ও Tata Tigor CNG । প্রাকৃতিক গ্যাসে (CNG) চালিত এই…

ভারতের বাজারে লঞ্চ হয়েছে একমাসও পেরোয়নি। এরইমধ্যে ক্রেতাদের থেকে যথেষ্টই সাড়া পেয়েছে Tata Tiago CNGTata Tigor CNG । প্রাকৃতিক গ্যাসে (CNG) চালিত এই গাড়ি দুটি জানুয়ারিতে বিক্রি হয়েছে ৩,০০০ ইউনিটের বেশি। মাসে Tata মোট ৪০,৭৭৭ ইউনিট গাড়ি বিক্রি করেছে। আসুন Tata Tiago CNG ও Tata Tigor CNG-র স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আরেকবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

টাটা টিয়াগো সিএনজি, টাটা টিগর সিএনজি স্পেসিফিকেশন (Tata Tiago CNG, Tata Tigor CNG Specification)

টাটা টিয়াগো সিএনজি ও টাটা টিগর সিএনজি (Tata Tiago CNG ও Tata Tigor CNG) যথাক্রমে চার এবং তিনটি ভ্যারিয়েন্টে এসেছে। টাটা টিয়াগো সিএনজি-র ভ্যারিয়েন্টগুলি হল – XE, XM, XT ও XZ+। অন্যদিকে টাটা টিগর XZ, XZ+ (ST) ও XZ+(DT) ট্রিমে উপলব্ধ।

গাড়ি দুটিতে প্রাকৃতিক গ্যাসে চালানোর বিষয়টি বিকল্প হিসেবে রাখা হয়েছে, যা বাজারে সংস্থার লাইনআপে Tiago গাড়িতে প্রথম। এছাড়াও দুটি মডেলের গাড়ি ‘সিএনজি মোড’-এ রেখেই চালু করা যায়। এটি আবার এই সেগমেন্টের প্রথম ফিচার।

Tiago ও Tigor CNG-তে এদের আইসিই ভার্সনের ইঞ্জিনই দেওয়া হয়েছে। ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ৭৩ পিএস শক্তি এবং ৯৫ এনএম টর্ক পাওয়া যায়। সিএনজি ভার্সনের ইঞ্জিনের আউটপুট আইসিই ভার্সনটির তুলনায় সামান্য কম। এদিকে উভয় মডেলেই রয়েছে একটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

টাটা টিয়াগো সিএনজি, টাটা টিগর সিএনজি দাম (Tata Tiago CNG, Tata Tigor CNG Price)

Tata Tiago CNG এর দাম ৬.১-৭.৬৫ লক্ষ টাকা এবং Tata Tigor CNG এর মূল্য ৭.৭-৮.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম, সমগ্র ভারত)। এদের দাম আইসিসি ভার্সনের তুলনায় ৯০,০০০ টাকা বেশি।

প্রসঙ্গত, Tata Tiago CNG-র প্রতিদ্বন্দ্বী গাড়িগুলি হল Maruti Suzuki WagonR, Celerio ও Hyundai Santro। অন্যদিকে Hyundai Aura CNG-র সাথে প্রতিযোগিতা চলছে Tata Tigor CNG-র।