Nissan: প্রথাগত পেট্রোল ইঞ্জিনের উন্নয়ন বন্ধ করার পথে নিসান, এখন নজর বৈদ্যুতিক গাড়িতে

ভবিষ্যতের কথা ভেবে কেবলমাত্র বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে মনোনিবেশ করতে চলেছে নিসান৷ সংস্থা এ বিষয়ে সরাসরি কিছু না বললেও গতকাল একটি আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই দাবি…

ভবিষ্যতের কথা ভেবে কেবলমাত্র বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে মনোনিবেশ করতে চলেছে নিসান৷ সংস্থা এ বিষয়ে সরাসরি কিছু না বললেও গতকাল একটি আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, অভ্যন্তরীণ দহন বা ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিনের উপর নতুন করে গবেষণা ও উন্নয়ন বন্ধ করার পরিকল্পনা করছে নিসান৷

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ছাড়া বাকি সমস্ত দেশে ব্যাটারিচালিত গাড়ির উপরে জোর দিতে চাইছে তারা৷ নিসান যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য সীমিত পরিমাণে গ্যাসোলিন (পেট্রোল) ইঞ্জিনের ডেভেলপমেন্ট জারি রাখবে, তবে সেটা শুধুমাত্র পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ট্রাকের জন্য৷ উল্লেখ্য, নিক্কেই-এর সেই প্রতিবেদনে এই খবরের উৎস উল্লেখ করা হয়নি৷

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে নিক্কেই জানিয়েছিল, নিসান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পুরনো ব্যাটারি পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে৷ ২০২৫ সালের মধ্যে কারখানাগুলির নির্মাণ সম্পূর্ণ করার ভাবনা রয়েছে তাদের৷

এদিকে বিশ্বজুড়ে জেনারেল মোটরস (General Motors), ফোর্ড মোটর কোম্পানি (Ford Motor Company)-র মতো প্রতিষ্ঠানগুলি প্রথাগত জ্বালানি তেল চালিত গাড়ির তুলনায় নতুন প্রজন্মের ব্যাটারিতে চলা গাড়ির উপরে বেশি গুরুত্ব আরোপণ করে চলেছে৷ কারণ ভবিষ্যতের পৃথিবী চড়বে বৈদ্যুতিক গাড়িতে৷