Realme GT 2 Pro এর দাম প্রায় 6000 টাকা কমল, এই প্রথম Snapdragon 8 Gen 1 চিপযুক্ত ফোনের মূল্য হ্রাস

Realme GT 2 Pro এ বছর রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন। এতে Moto Edge X30, Xiaomi 12, OnePlus 10 Pro-এর মতো হাই-এন্ড ডিভাইসগুলির মতো Snapdragon 8…

Realme GT 2 Pro এ বছর রিয়েলমির প্রথম ফ্ল্যাগশিপ ফোন। এতে Moto Edge X30, Xiaomi 12, OnePlus 10 Pro-এর মতো হাই-এন্ড ডিভাইসগুলির মতো Snapdragon 8 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমি এখন তাদের হোম মার্কেট অর্থাৎ চীনের বাজারে GT 2 Pro-এর দাম ৫০০ ইউয়ান কমিয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৯০০ টাকার সমান৷ নতুন দামের সাথে চীনে রিয়েলমির ওয়েবসাইটে আপডেট করা হয়েছে।

Realme GT 2 Pro চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করেছিল। প্রতিবেদন লেখার সময় চীনে রিয়েলমির ওয়েবসাইটে ঢুঁ মেরে আমরা দেখেছি সেগুলির মধ্যে ডিভাইসটির ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বর্তমান মূল্য ৩৬৯৯ ইউয়ান (আনুমানিক ৪৩,৬২২ টাকা)। গত ৪ জানুয়ারি অফিসিয়াল লঞ্চের সময় এই মেমরি ভার্সনের মূল্য ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৫১৮ টাকা) ধার্য করা হয়েছিল। অর্থাৎ এখন দাম ৫০০ ইউয়ান (আনুমানিক ৫,৮৯৭ টাকা) কমানো হয়েছে।

20220210_130148 (1)

উল্লেখ্য, Realme GT 2 Pro বর্তমানে Snapdragon 8 Gen 1 প্রসেসরের সবচেয়ে সস্তা ফোন (বেস মডেলের দাম ধরলে)। আর এই প্রথম ওই চিপসেটযুক্ত হ্যান্ডসেটের দাম কমল। ডিভাইসটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (বিআইএস)-এর শংসাপত্র লাভ করেছে। Realme GT 2 Pro ভারতের বাজারে কবে লঞ্চ হবে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো বাকি। তবে সেটি হাতে পেতে আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই আশা করা যায়।

রিয়েলমি জিটি ২ প্রো স্পেসিফিকেশনস (Realme GT 2 Pro Specifications)

রিয়েলমি জিটি ২ প্রো-এ ৬.৭ ইঞ্চি অ্যামোলেড এলটিপিও কোয়াড এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের কাট আউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। রিয়েলমি জিটি ২ প্রো অ্যান্ড্রয়েড ১২ নির্ভর রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম ইন্টারফেসের সঙ্গে এসেছে।

রিয়েলমি জিটি ২ প্রো-র ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ সেন্সর। সেল্ফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন