Samsung Galaxy A53 5G, Galaxy A33 5G শীঘ্রই বাজারে এন্ট্রি নিচ্ছে, দেখা গেল SDPPI সার্টিফিকেশন সাইটে

স্যামসাং শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের A সিরিজের অধীনে নতুন Samsung Galaxy A53 5G এবং Galaxy A33 5G স্মার্টফোন দুটি। সম্প্রতি এই দুটি মডেলকেই স্যামসাংয়ের…

স্যামসাং শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের A সিরিজের অধীনে নতুন Samsung Galaxy A53 5G এবং Galaxy A33 5G স্মার্টফোন দুটি। সম্প্রতি এই দুটি মডেলকেই স্যামসাংয়ের ভারতীয় শাখার ওয়েবসাইটে স্পট করা হয়েছে, যার থেকে এই ফোন দুটির ভারতে আগমনের বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটেও Samsung Galaxy A53 5G এবং Galaxy A33 5G ডিভাইস দুটি তালিকাভুক্ত হয়েছে। এখন আবার স্যামসাংয়ের এই আসন্ন ফোন দুটিকে ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া গেছে।

Samsung Galaxy A53 5G এবং Galaxy A33 5G পেল SDPPI সার্টিফিকেশন

SM-A536E মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি এবং SM-A336E মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনটি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে এই সাইটের লিস্টিং থেকে ফোন দুটির এশিয়ার বাজারে অস্তিত্ব নিশ্চিত করা ছাড়া আর কোনো তথ্য সামনে আসেনি। কিন্তু যেহেতু আগেই ফোনগুলি বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে তাই সেই তালিকাগুলি থেকে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি উভয় মডেল সম্পর্কেই একাধিক তথ্য জানতে পারা গেছে।

প্রসঙ্গত, Samsung Galaxy A53 5G ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC), থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NTBC) এবং চীনের TENAA- এর মত সার্টিফিকেশন সাইটগুলি থেকে অনুমোদিত হয়েছে। এই সাইটগুলির তালিকা থেকে জানা গেছে, এই আসন্ন স্যামসাং স্মার্টফোনে থাকবে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি+ সুপার AMOLED ডিসপ্লে। আশা করা হচ্ছে এই মডেলে ব্যবহার করা হবে অঘোষিত এক্সিনস ১২০০ প্রসেসর এবং একটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এছাড়াও, জানা যাচ্ছে স্মার্টফোনটি দুটি র‍্যাম ভ্যারিয়েন্টে আসবে – ৬ জিবি এবং ৮ জিবি এবং এতে ১২৮ জিবি স্টোরেজ থাকবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A53 5G- এর পিছনে ৬৪ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল সেন্সর যুক্ত কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, Samsung Galaxy A33 5G ফোনটিকে এফসিসি (FCC) সহ আরও কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তবে এখনও পর্যন্ত এই হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এই স্যামসাং স্মার্টফোনটি একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিও সাপোর্ট করবে বলে জানা গেছে। ডিভাইসটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ রেটিং সহ আসতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন