রাষ্ট্রায়ত্ত সংস্থার সাথে জোট বেঁধে ইলেকট্রিক বাইক, স্কুটার তৈরি করবে Lord Automotive, লগ্নি করবে 200 কোটি টাকা

মুম্বইয়ের পুনর্নবীকরণ শক্তি ক্ষেত্রের সংস্থা Lord’s Mark Industries Pvt Ltd এবার ইলেকট্রিক টু-হুইলার তৈরি করবে বলে ঘোষণা করলো। তারা কেরলের এক রাষ্ট্রায়ত্ত সংস্থা Kerala Automobiles…

মুম্বইয়ের পুনর্নবীকরণ শক্তি ক্ষেত্রের সংস্থা Lord’s Mark Industries Pvt Ltd এবার ইলেকট্রিক টু-হুইলার তৈরি করবে বলে ঘোষণা করলো। তারা কেরলের এক রাষ্ট্রায়ত্ত সংস্থা Kerala Automobiles Ltd-এর সাথে হাত মিলিয়ে একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করবে বলে জানিয়েছে৷ Lord’s Mark-এর আওতাধীন সংস্থা Lords Automotive কেরলের কন্নুরে তাদের কারখানা তৈরি করতে চলেছে। বার্ষিক ১৫ লক্ষ ইলেকট্রিক ভেহিকেল উৎপাদনের ক্ষমতা সহ গড়ে তোলা হবে কারখানাটি। ভেঞ্চার সংস্থার ৭৪ শতাংশ মালিকানা নিজের অধিকারে রাখলেও বাকি ২৬ শতাংশ অংশীদারিত্ব থাকবে কেরলের সরকারি সংস্থাটির হাতে৷

সংস্থা দুটি এই মর্মে নিজেদের মধ্যে খুব শীঘ্রই মৌ-স্বাক্ষর করবে৷ লর্ডস মার্ক ইন্ডাস্ট্রিজ (Lord’s Mark Industries)-এর কর্ণধার সচিদানন্দ উপাধ্যায় বলেছেন, তাদের জয়েন্ট ভেঞ্চার KAL Lords Automotive Vehicls Pvt Ltd যৌথ উদ্যোগে ইলেকট্রিক বাইক, তিন চাকার গাড়ি সহ ব্যাটারি সোয়াপিং, চার্জিং স্টেশনের পরিকাঠামো গড়ে তুলবে। তাঁর কথায়, “আগামী দুই বছরের মধ্যে তারা বৈদ্যুতিক পণ্য নির্মাণ এবং ইকোসিস্টেম গড়ে তুলতে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। শুরুতে ২০-৩০ কোটি টাকার প্রয়োজন, কিন্তু ব্যবসা বৃদ্ধির সাথে আগামী দিনে ২০০ কোটি টাকা লগ্নির প্রয়োজন হবে।”

২০২২-এর শেষের দিক থেকে এই বৈদ্যুতিক টু-হুইলারের উৎপাদন শুরু হতে পারে বলেই খবর। KAL Lords ই-বাইক, ই-স্কুটার ও ই-থ্রি হুইলার, পণ্য এবং যাত্রীবাহী উভয় ধরণের গাড়ি নিয়ে আসবে সংস্থাটি। স্বল্পগতি এবং উচ্চগতি দুই ধরনের গাড়ির মডেলই তৈরি করবে তারা। এগুলির রেঞ্জ হবে মোটামুটি ৮০-১৩০ কিমি।

সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে কেবল কেরলের বাজারেই গাড়িগুলি বিক্রি হবে, তবে ক্রমশ সমগ্র ভারতেই নিয়ে আসা হবে সংস্থার পণ্য। এমনকি দেশের বাজার ছাড়িয়ে বিদেশের বাজারে গাড়ি বিক্রি করার লক্ষ্যও রয়েছে সংস্থাটির। ভবিষ্যতে তারা পূর্ব ইউরোপ এবং আফ্রিকার বাজারে তাদের পণ্যের বেচাকেনা করতে পারে। অন্যদিকে এগুলি বাজারে আসার দু’বছরের মধ্যে বিক্রির পরিমাণ ৪০-৫০ হাজারে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে KAL Lords।