Husqvarna Vektorr: বাজাজ ও সুইডিশ সংস্থার যৌথ উদ্যোগে তৈরি ই-স্কুটার কবে বাজারে আসবে, মিলল ইঙ্গিত

বাজারে আসার প্রসঙ্গে সুইডিশ কোম্পানির ইলেকট্রিক স্কুটার Husqvarna Vektorr সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জল্পনা দানা বেঁধেছে। গত বছর মে মাসে এই বৈদ্যুতিক স্কুটারের কনসেপ্ট ভার্সনটি…

বাজারে আসার প্রসঙ্গে সুইডিশ কোম্পানির ইলেকট্রিক স্কুটার Husqvarna Vektorr সম্পর্কে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জল্পনা দানা বেঁধেছে। গত বছর মে মাসে এই বৈদ্যুতিক স্কুটারের কনসেপ্ট ভার্সনটি প্রদর্শিত করা হয়েছিল। দেশীয় সংস্থা Bajaj Auto-র সাথে যৌথভাবে তৈরি করা হবে Husqvarna Vektorr। সম্প্রতি ভারত ও ইউরোপের রাস্তাতেও স্কুটারটিকে টেস্টিংয়ের সময় স্পট করা হয়েছে। যা এই ই-স্কুটারটির উৎপাদন খুব শীঘ্রই শুরু হওয়ার বিষয়টি উস্কে দিয়েছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, Husqvarna Vektorr চলতি বছরেই অফিসিয়ালি লঞ্চ হতে পারে৷

বাজাজ ভারতে তাদের কারখানায় Vektorr ই-স্কুটারের উৎপাদন করবে৷ সংস্থার চেতক ইলেকট্রিক স্কুটারের সঙ্গে এর বিভিন্ন ফিচারের মিল দেখা মিলতে পারে। উল্লেখ, Vektorr-ই হল Husqvarna-র প্রথম বৈদ্যুতিক স্কুটারের মডেল৷

Husqvarna Vektorr মূলত শহরের রাস্তায় স্বাচ্ছন্দ্য দিতেই তৈরি করা হয়েছে। ফিচারের তালিকায় এতে থাকতে পারে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ফুল এলইডি লাইটিং। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার রাখা হতে পারে।

অন্যদিকে Husqvarna Vektorr-এর রেঞ্জ হতে পারে ৯৫ কিমি। অর্থাৎ একবার চার্জে এটি ৯৫ কিমি পথ অতিক্রম করতে সক্ষম হবে। যদিও এর মোটরটি সম্পর্কে কোনো তথ্য জানায়নি সংস্থাটি, তবে মনে করা হচ্ছে ২-৩ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন মোটরের দেখা মিলতে পারে স্কুটারটিতে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন