WhatsApp: এই বিশেষ ইমোজি ব্যবহার করলে যেতে হবে জেলে, জেনে নিন

হোয়াটসঅ্যাপে (WhatsApp) চ্যাটিংয়ের সময় রেড হার্ট ইমোজি ব্যবহার করলে হতে পারে জেল! আজ্ঞে হ্যাঁ, সৌদি আরবে প্রচলিত এমনই এক শাস্তির কথা এবার প্রকাশ্যে এলো উক্ত…

হোয়াটসঅ্যাপে (WhatsApp) চ্যাটিংয়ের সময় রেড হার্ট ইমোজি ব্যবহার করলে হতে পারে জেল! আজ্ঞে হ্যাঁ, সৌদি আরবে প্রচলিত এমনই এক শাস্তির কথা এবার প্রকাশ্যে এলো উক্ত দেশের স্থানীয় সংবাদপত্র সূত্রে। ওকাজ (Okaz) নামক সৌদির স্থানীয় সংবাদপত্রের দাবী, সম্প্রতি দেশের এক উচ্চপদস্থ সাইবার অপরাধ বিশেষজ্ঞ হোয়াটসঅ্যাপে (WhatsApp) রেড হার্ট ইমোজির যথেচ্ছ ব্যবহার সম্পর্কে জনতাকে সতর্ক করেছেন। এক্ষেত্রে তার মতামতের বিভিন্ন দিক স্থানীয় সংবাদপত্রে সাক্ষাৎকার আকারে প্রকাশিত হয়েছে।

যত্রতত্র Red Heart Emoji ব্যবহার করলে পচতে হবে জেলে

সংবাদপত্রের দাবী, সৌদি আরবের অ্যান্টি ফ্রড অ্যাসোসিয়েশনের সদস্য সাইবার অপরাধ বিশেষজ্ঞ আল মোয়াতাজ কুত্‌বি তাদের জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে যত্রতত্র রেড হার্ট ইমোজি ব্যবহার করলে ব্যক্তি-নিগ্রহের দায়ে জেলে পচতে হতে পারে! এছাড়া হতে পারে বড় অঙ্কের জরিমানাও। সেক্ষেত্রে প্রেরকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেই প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। খুব স্বাভাবিকভাবেই, এহেন শাস্তির কথা সামনে আসায় বিশ্বের নেটিজেন মহলে এর বিরুদ্ধে অত্যন্ত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে সংবাদমাধ্যমে উঠে আসা খবর থেকে আরো জানা গিয়েছে যে সৌদি আইনের চোখে অপরাধী সাব্যস্ত হলে রেড হার্ট ইমোজি প্রেরণকারী ২ থেকে ৫ বছরের কারাদণ্ড সহ ১,০০০০০ সৌদি রিয়াল (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,৯০,০০০ টাকা) জরিমানার সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে যাকে ইমোজি পাঠানো হয়েছে তিনি আইনি অভিযোগ দায়ের করলে প্রেরকের পক্ষে শাস্তি এড়িয়ে যাওয়া মুশকিল হবে। ভবিষ্যতে পুনর্বার আইন ভঙ্গ করলে শাস্তি বেড়ে ৫ বছরের কারাদণ্ডে পর্যবসিত হতে পারে। উপরন্তু জরিমানা হিসেবে তখন প্রায় ৩,০০০০০ সৌদি রিয়াল জমা দিতে হবে বলেও সংবাদে প্রকাশ্যে এসেছে।

যা করলে সৌদি আইনে আপনি নিগ্রহকারী হিসেবে বিবেচিত হবেন

কিন্তু চ্যাটিংয়ের সময় একজনের আচরণ ঠিক কখন ব্যক্তি-নিগ্রহ হিসেবে বিবেচিত হবে? এই প্রশ্নের উত্তরে আল মোয়াতাজ কুত্‌বি জানান, যখন কারো মন্তব্য, আচরণ অথবা কথা বলার ভঙ্গি অপরের শরীর, সম্ভ্রম এবং শালীনতার অমর্যাদা ঘটায়, তখনই তা সৌদি আইনের চোখে অপরাধ। রেড হার্ট ইমোজির যথেচ্ছ ব্যবহারও এই অপরাধের তালিকায় পড়বে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, রেড হার্ট ইমোজি বর্তমানে WhatsApp লাইব্রেরির একমাত্র অ্যানিমেটেড ইমোজি। তবে WABetaInfo -র রিপোর্ট অনুযায়ী আগামীদিনে অন্যান্য হার্ট ইমোজিগুলির অ্যানিমেটেড ভার্সন হোয়াটসঅ্যাপে উপলব্ধ হবে। উল্লেখ্য, এই মুহূর্তে অ্যানিমেটেড রেড হার্ট সহ মোট ৯টি হার্ট ইমোজি WhatsApp লাইব্রেরিতে উপস্থিত রয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন