ভারতের বাজারে লঞ্চ হল দু দুটি নতুন বাজেট Daiwa স্মার্টটিভি, দাম এবং স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নিন

ভারতীয় টিভি বিভাগের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড Daiwa (দাইওয়া) এবার ক্লাউড টিভি দ্বারা চালিত দুটি এইচডি রেডি স্মার্টটিভি লঞ্চ করেছে। D32SM9 (ডি৩২এসএম৯) এবং D40HDR9L (ডি৪০এইচডিআর৯এল)…

ভারতীয় টিভি বিভাগের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড Daiwa (দাইওয়া) এবার ক্লাউড টিভি দ্বারা চালিত দুটি এইচডি রেডি স্মার্টটিভি লঞ্চ করেছে। D32SM9 (ডি৩২এসএম৯) এবং D40HDR9L (ডি৪০এইচডিআর৯এল) মডেল নম্বরযুক্ত টিভিদুটি যথাক্রমে ৩২ ইঞ্চি এবং ৩৯ ইঞ্চি ডিসপ্লে বৈশিষ্ট্যসহ এসেছে। এগুলি দ্যা বিগওয়াল (The BIGWALL)-এর অ্যাক্সেস, গ্লোবাল কন্টেন্টের অ্যাক্সেস এবং আরও অনেক ফিচার প্রদান করবে। আবার এগুলির দাম রাখা হয়েছে মিড রেঞ্জ ফোনের সমতুল্য। আসুন Daiwa D32SM9 এবং D40HDR9L টিভির দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

নতুন Daiwa স্মার্টটিভির বিশদ বিবরণ

দাইওয়া ডি৩২এসএম৯ এবং ডি৪০এইচডিআর৯এল টিভিদুটি ১৩৬৬×৭৬৮ পিক্সেল রেজোলিউশনসহ A+ গ্রেড প্যানেল এবং কোয়ান্টাম লুমিনিট প্রযুক্তি অফার করবে। অন্যদিকে টেলিভিশন জোড়া কোম্পানির নিজস্ব দ্যা বিগওয়াল ইউআইয়ে (অ্যান্ড্রয়েড ৯.০ ওএস ভিত্তিক) চালিত হয় এবং এগুলির লাইব্রেরি বেশ বিস্তৃত যার মধ্যে ২৫,০০০০০+ কন্টেন্ট নেভিগেট করা যাবে। সাথে থাকবে একটি মুভি বক্স (Movie Box) যার থেকে ২৫,০০০+ ফ্রি সিনেমা দেখা যাবে। আবার অন্যান্য স্মার্টটিভির মতই এগুলি Disney+Hotstar, Zee5, SonyLIV, Sun NXT, Netflix, YouTube ইত্যাদির মতো সংখ্যক প্ল্যাটফর্মের অ্যাক্সেস অফার করে৷ এর জন্য টিভিদুটিতে স্মার্ট রিমোট থাকবে যাতে ডেডিকেটেড বাটন মিলবে।

এছাড়া এগুলিতে থাকবে ইনবিল্ট মাইক এবং ব্র্যান্ডেড শর্টকাট। উপরন্তু, ব্যবহারকারীরা তাদের ভয়েসের মাধ্যমে টিভিটি পরিচালনা করতে পারবেন। অন্যান্য ফিচারের কথা বললে, দাইওয়া টিভিগুলি ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ দিয়ে সজ্জিত হবে। সাথে থাকবে এ-৫৩ কোয়াড কোর প্রসেসর৷ আবার কানেক্টিভিটির জন্য ডিভাইসগুলিতে দুটি এইডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্টসহ ওয়াইফাই, ইথারনেট এবং অপটিক্যাল আউটপুট পাওয়া যাবে।

নতুন Daiwa স্মার্টটিভির মূল্য, লভ্যতা

নতুন দাইওয়া টিভির ৮০ সেমি বা ৩২ ইঞ্চি স্মার্টটিভির দাম রাখা হয়েছে ১১,৯৯০ টাকা ও ১২,৪৯০ টাকা, যেখানে ৯৮ সেমি বা ৩৯ ইঞ্চি স্মার্টটিভিটি ১৭,৯৯০ টাকায় বা ১৮,৪৯০ টাকায় পাওয়া যাবে। নতুন স্মার্টটিভিগুলির প্যানেলে অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি মিলবে। আর ডিভাইসগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ভারতে অন্যান্য রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন আগ্রহীরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন