Moto Edge X30 Under Screen Edition আগামী মাসেই বাজারে আসছে, থাকবে লুকানো সেলফি ক্যামেরা

গতবছর ডিসেম্বরে মোটোরোলার Moto Edge X30 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হয়। এই ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত সর্বপ্রথম…

গতবছর ডিসেম্বরে মোটোরোলার Moto Edge X30 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হয়। এই ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত সর্বপ্রথম ডিভাইস হিসেবে চীনের বাজারে পা রেখেছিল। সম্প্রতি লেনোভোর এই সাব-ব্র্যান্ডটি Moto Edge X30 Under Screen Edition নামে হ্যান্ডসেটটির একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর নাম থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে, এই ডিভাইসটি একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সেন্সর সহ বাজারে আসবে৷ মোটোরোলা আগেই জানিয়েছে এই মডেলটি বসন্তকালে লঞ্চ করা হবে। আর এখন আবার লেনোভোর চীনা শাখার মোবাইল ফোন বিভাগের জেনারেল ম্যানেজার চেন জিন (Chen Jin) নিশ্চিত করলেন, Moto Edge X30 Under Screen Edition-টি চীনা মার্কেটে আগামী মাসেই পা রাখতে চলেছে।

Moto Edge X30 Under Screen Edition আসছে আগামী মাসেই

লেনোভো চায়না -এর মোবাইল ফোন ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার চেন জিন (Chen Jin) জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে সংস্থার তরফে মোটো এজ এক্স৩০ আন্ডার স্ক্রিন এডিশন মডেলটি উন্মোচন করা হবে। যদিও তিনি এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির লঞ্চের নির্দিষ্ট তারিখটি প্রকাশ করেননি।

প্রসঙ্গত, ফ্রন্ট ক্যামেরার অবস্থান এবং সেন্সরের পরিবর্তন ছাড়া, আসন্ন মোটো এজ এক্স৩০ আন্ডার স্ক্রিন এডিশন-এর প্রায় সমস্ত স্পেসিফিকেশনই বাজারে উপলব্ধ স্ট্যান্ডার্ড মডেল, মোটো এজ এক্স৩০-এর মতোই হবে বলে আশা করা হচ্ছে।

মোটো এজ এক্স৩০ আন্ডার স্ক্রিন এডিশন-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto Edge X30 Under Screen Edition Expected Specifications)

আপকামিং মোটো এজ এক্স৩০ আন্ডার স্ক্রিন এডিশন ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৭৬ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি ১০০ শতাংশ ডিসিআই-পি৩ (DCI P3) কালার গ্যামট, এইচডিআর ১০+(HDR10+) এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা সেগমেন্টে, এই আপকামিং ফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।