2022 Maruti Suzuki WagonR Facelift ভারতে লঞ্চ হল, মাইলেজ দুর্দান্ত, না কিনেই সাবস্ক্রিপশন প্ল্যানে চালানো যাবে

দেশের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) আজ নতুন চেহারায় WagonR লঞ্চ করল। ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে অন্যতম Maruti Suzuki WagonR-এর…

দেশের বৃহত্তম যাত্রী গাড়ি সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) আজ নতুন চেহারায় WagonR লঞ্চ করল। ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে অন্যতম Maruti Suzuki WagonR-এর আপডেটেড মডেলের দাম শুরু হচ্ছে ৫,৩৯,৫০০ টাকা থেকে। টপ ভ্যারিয়েন্টের দাম ৭,১০,৫০০ টাকা পর্যন্ত পৌঁছবে। আবার না কিনেই গাড়িটি মারুতি সুজুকি সাবস্ক্রাইবের মাধ্যমে ব্যবহার করা যাবে। মাসিক ফি শুরু ১২,৩০০ টাকা থেকে।

নতুন WagonR আইডেল স্টার্ট-স্টপ প্রযুক্তি উন্নত K-সিরিজ ডুয়েল জেট ইঞ্জিনের সঙ্গে এসেছে। গাড়িটি ১.০ লিটার এবং ১.২ লিটার পাওয়ারট্রেন অপশনে উপলব্ধ। মারুতি জানিয়েছে, WagonR-এর বহিরঙ্গের নকশা, ডুয়েল টোন অন্দরসজ্জা, নতুন যুগের নিরাপত্তা ব্যবস্থা, এবং সুবিধাগুলি গ্রাহকদের মুগ্ধ করবে।

সংস্থার সিনিয়র এগজিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং ও সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেছেন, WagonR-এর প্রতি চার জন ক্রেতার মধ্যে একজন পরবর্তীতে একই মডেলের নতুন গাড়ি কিনছেন। মারুতির পোর্টফোলিওতে এটা সর্বোচ্চ। এখনও পর্যন্ত গাড়িটির ২৭ লক্ষের বেশি সুখী গ্রাহক বর্তমান।”

সংস্থার দাবি, WagonR Facelift-এর ১.০ লিটার পেট্রল ইঞ্জিন লিটার প্রতি ২৫.১৯ কিলোমিটার মাইলেজ দেবে। যা বিদায়ী মডেলের চেয়ে ১৬ শতাংশ অধিক। নতুন ওয়াগনআর-এর নিরাপত্তা সংক্রান্ত ফিচারগুলির মধ্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস, হাই-স্পিড এলার্ট সিস্টেম, রিয়ার পার্কিং সেন্সর, প্রভৃতি। এগুলি প্রতিটি ভ্যারিয়েন্টে সাধারণ বৈশিষ্ট্য হিসেবে পাওয়া যাবে।