2025-এর মধ্যে ইন্ডিয়ান অয়েলের দশ হাজার পেট্রল পাম্পে বৈদ্যুতিক গাড়ি চার্জের ব্যবস্থা থাকবে

দূষণের পাশাপাশি তেল আমদানির খরচ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে কেন্দ্র। আর এই ধরনের গাড়ির ব্যাটারি চার্জ দিতে আগামী তিন বছরে সারা…

দূষণের পাশাপাশি তেল আমদানির খরচ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে কেন্দ্র। আর এই ধরনের গাড়ির ব্যাটারি চার্জ দিতে আগামী তিন বছরে সারা দেশে অন্তত ১০,০০০ চার্জিং স্টেশন তৈরির কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল (IOCL)।

এবার দেশজুড়ে ১ হাজারের বেশি ইভি চার্জিং স্টেশন খোলার কথা জানাল তারা। ইন্ডিয়ান অয়েলের মার্কেটিং ডিরেক্টর ভি সতীশ কুমার বলেন, “তিন বছরে আমরা ১০ হাজার পেট্রল পাম্পে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার পরিকাঠামো গড়ে তুলবো। এতে ব্যবহারকারীরা যেমন নিশ্চিন্ত মনে গাড়ি চালাতে পারবেন, তেমনই সংস্থাগুলি বিদ্যুৎচালিত যানবাহনের উৎপাদন বাড়াতে উৎসাহী হবে।”

সংস্থার তরফে আরও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষের শেষে তারা পুনেতে চার্জিং স্টেশনের সংখ্যা পাঁচগুণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে। বর্তমান পুনে শহরতলিতে ইন্ডিয়ান অয়েলের তিনটি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন রয়েছে।

এই প্রসঙ্গে ইন্ডিয়ান অয়েলের কর্পোরেট যোগাযোগ বিভাগের জেনারেল ম্যানেজার অঞ্জলি ভাবে বলেন, “চলতি অর্থবর্ষের শেষে মহারাস্ট্রে ৭৫-এর কাছাকাছি ইভি চার্জিং স্টেশন সম্পূর্ণ প্রস্তুত করার দিকে আমরা অগ্রসর হচ্ছি।”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন