Lenovo Legion Slim 7 ভারতে লঞ্চ হল ডুয়েল 8 জিবি র‌্যাম সহ, রয়েছে Ryzen 5 সিরিজের প্রসেসর

ভারতে পা রাখল Lenovo সংস্থার নতুন একটি গেমিং ল্যাপটপ, যার নাম Lenovo Legion Slim 7। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি লিজিয়ন সিরিজের অন্তর্ভুক্ত। এতে ব্যবহৃত…

ভারতে পা রাখল Lenovo সংস্থার নতুন একটি গেমিং ল্যাপটপ, যার নাম Lenovo Legion Slim 7। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি লিজিয়ন সিরিজের অন্তর্ভুক্ত। এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী রাইজেন প্রসেসর এবং এনভিডিয়ার RTX 3XXX সিরিজ জিপিইউ। চলুন দেখে নেওয়া যাক Lenovo Legion Slim 7 ল্যাপটপটির দাম, ও সম্পূর্ণ ফিচার।

Lenovo Legion Slim 7 ল্যাপটপটির দাম ও লভ্যতা

ভারতে লেনোভো লিজিয়ন স্লিম ৭ ল্যাপটপটির দাম ধার্য করা হয়েছে ১,৪৪,৯৯০ টাকা। এই গেমিং ল্যাপটপটি অফলাইন এবং অনলাইন উভয় স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে। আপাতত শ্যাডো ব্ল্যাক এই একটি কালারে উপলব্ধ ল্যাপটপটি।

Lenovo Legion Slim 7 ল্যাপটপটির স্পেসিফিকেশন

নতুন লিজিয়ন স্লিম ৭ ল্যাপটপটির ডিজাইন প্রসঙ্গে বলতে গেলে এটি লিজিয়ন ব্র্যান্ডের সিগনেচার লুকের সাথে এসেছে। এতে দেওয়া হয়েছে ১৫.৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ২৫৬০x ১৪৪০ পিক্সেল। এর রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। আবার এতে ডলবি ভিশন, ফ্রি সিঙ্ক এবং জি সিঙ্ক সাপোর্ট করবে। এছাড়াও এর ডিসপ্লেতে রয়েছে আন্টি গ্লেয়ার কোটিং এবং এটি ১০০% এসআরজিবি কালার গ্যামট সাপোর্ট করবে এবং সর্বোচ্চ ৩০০ নিট উজ্জলতা দেবে।

এবার আসা যাক লিজিয়ন স্লিম ৭ ল্যাপটপটির প্রসেসর প্রসঙ্গে। এতে ব্যবহৃত হয়েছে সাততম জেনারেশনের এএমডি রাইজেন ৫০০৮এইচ প্রসেসর। প্রসেসরটির সর্বোচ্চ ক্লক স্পিড ৪.৪ গিগাহার্জ। যেহেতু এটি একটি গেমিং ল্যাপটপ তাই গ্রাফিক্স হিসাবে এতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ জিপিইউ। সাথে ৬জিডিডিআর৬ মেমরি। এছাড়া এতে পাওয়া যাবে ৮ জিবি + ৮ জিবি ৩২০০মেগাহার্জ ডিডিয়ার৪ র‌্যাম , যাকে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। তাছাড়া এতে ১ টিবি ৩.০ এসএসডি স্টোরেজ উপলব্ধ। এখানে জানিয়ে রাখি, ল্যাপটপটি নতুন উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে রান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lenovo Legion Slim 7 ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ৭১ ওয়াটআওয়ার ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জে ল্যাপটপটি ৭.৮ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। তাছাড়া ল্যাপটপটিতে রয়েছে স্টেরিও স্পিকার সেটআপ এবং ৭২০ পিক্সেল এইচডি ওয়েব ক্যাম। এমনকি ল্যাপটপটিতে নির্দিষ্ট নাম্বার প্যাড সহ আরজিবি ব্যাকলিট কিবোর্ড উপলব্ধ। সর্বশেষে জানাই , ল্যাপটপটির পরিমাপ ৩৫৬x ২৫২x ১৫.৯ -১৮.৯ এমএম।