Lenovo Legion Y7000P (2022) ও Legion Y9000P (2022) গেমিং ল্যাপটপ লেটেস্ট Alder Lake প্রসেসর সহ লঞ্চ হল

Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোন এবং Lenovo Legion Y700 গেমিং ট্যাবলেটের পাশাপাশি Lenovo Legion Y7000P (2022) এবং Lenovo Legion Y9000P (2022) নামের দুটি গেমিং ল্যাপটপও…

Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোন এবং Lenovo Legion Y700 গেমিং ট্যাবলেটের পাশাপাশি Lenovo Legion Y7000P (2022) এবং Lenovo Legion Y9000P (2022) নামের দুটি গেমিং ল্যাপটপও চীনে লঞ্চ করলো Lenovo। Legion Y-সিরিজ অন্তর্গত উক্ত ল্যাপটপ-দ্বয় ১২তম প্রজন্মের ইন্টেল ‘অল্ডের লেক’ (Alder Lake) সিপিইউ সহ এসেছে। যার মধ্যে, Legion Y7000P (2022) ল্যাপটপে ব্যবহৃত হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ এবং জিফোর্স আরটিএক্স ৩০৫০ টি জিপিইউ। আর, Legion Y9000P (2022) ল্যাপটপে পাওয়া যাবে জিফোর্স আরটিএক্স ৩০৬০ এবং জিফোর্স আরটিএক্স ৩০৭০ টি জিপিইউ। উভয় ল্যাপটপই উইন্ডোজ ১১ হোম চীনা সংস্করণ ওএস দ্বারা চালিত হবে। এছাড়া, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে প্যানেল, ফ্রস্ট ব্লেড কুলিং সিস্টেম ৪.০ এবং ১৬ জিবি র‌্যাম সহ একাধিক অ্যাডভান্স ফিচার উপলব্ধ থাকছে নবাগত ল্যাপটপ দুটিতে। তাহলে চলুন এবার বিশদে Lenovo Legion Y7000P (2022) এবং Lenovo Legion Y9000P (2022) ল্যাপটপের দাম ও স্পেসিফিকেশনের প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

Lenovo Legion Y7000P (2022), Lenovo Legion Y9000P (2022) দাম

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০০পি (২০২২) ল্যাপটপের ইন্টেল কোর আই৫ প্রসেসর ভ্যারিয়েন্টের দাম ৬,৭৯৯ ইউয়ান (প্রায় ৮১,০০০ টাকা) এবং ইন্টেল কোর আই৭ প্রসেসর ভ্যারিয়েন্টের দাম ৭,৭৯৯ ইউয়ান (প্রায় ৯৩,০০০ টাকা) রাখা হয়েছে।

অন্যদিকে, লেনোভো লিজিয়ন ওয়াই৯০০০পি (২০২২) ল্যাপটপের এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ জিপিইউ ভ্যারিয়েন্ট এবং জিফোর্স আরটিএক্স ৩০৭০ টি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮,৯৯৯ ইউয়ান (১,০৭,০০০ টাকা) এবং ১০,৯৯৯ ইউয়ান (১,৩১,০০০ টাকা) ধার্য করা হয়েছে।

উক্ত দুটি গেমিং ল্যাপটপই একক ব্ল্যাক কালার অপশনে এসেছে। এই ল্যাপটপ-দ্বয়ের ভারত সহ আন্তর্জাতিক বাজারে উপলব্ধতা সম্পর্কে লেনোভোর তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Lenovo Legion Y7000P (2022) স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০পি, উইন্ডোজ ১১ হোম চাইনিজ ভার্সন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে, একটি ১৫.৬ ইঞ্চির কোয়াড-এইচডি (২,৫৬০x১,৪৪০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% sRBG কালার গ্যামেট সাপোর্ট করে। আবার উক্ত গেমিং ল্যাপটপে ১২তম প্রজন্মের ইন্টেল ‘অল্ডের লেক’ সিপিইউ – ইন্টেল কোর আই৫-১২৫০০এইচ এবং ইন্টেল কোর আই৭-১২৭০০এইচ ব্যবহার করা হয়েছে। যার মধ্যে, কোর আই৫ প্রসেসর ভ্যারিয়েন্টটি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ ৪জিবি GDDR6 জিপিইউ সহ এবং কোর আই৭ প্রসেসর ভ্যারিয়েন্টটি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ টি ৪জি GDDR6 জিপিইউ সহ এসেছে। লিজিয়ন ওয়াই-সিরিজ অধীনস্ত এই ল্যাপটপে ১৬ জিবি LDRR5 র‌্যাম এবং ৫১২ জিবি PCIe SSD স্টোরেজ বর্তমান।

অন্যান্য ফিচারের কথা বললে, Lenovo Legion Y7000P (2022) ল্যাপটপে, তাপ অপসারণের জন্য টার্বোফ্যান ও ফ্রস্ট ব্লেড কুলিং সিস্টেম ৪.০ -এর সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া এতে, মাল্টি-জোন ইনলেট ও আউটলেট এয়ার সিস্টেম সহ আল্ট্রা-থিন কপার অ্যালয় হিট সিঙ্ক সিস্টেমের ২৯০টি টুকরো আছে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এই গেমিং ল্যাপটপে নাহিমিক সাউন্ড সিস্টেম উপস্থিত। এছাড়া, নিউমারিকে কীপ্যাড সহ ট্রুস্ট্রাইক ফুল-সাইজ ব্যাকলিট কী-প্যাড এবং একটি ৭২০পি এইচডি ওয়েবক্যামও থাকছে এই ল্যাপটপে৷ তদুপরি, ইউজাররা লিজিয়ন জোন ব্যবহার করে ল্যাপটপকে কাস্টমাইজও করতে পারবেন।

কানেক্টিভিটির জন্য Lenovo Legion Y7000P (2022) -এ থাকছে, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ, এইচডিএমআই পোর্ট, RJ45 ইথারনেট পোর্ট, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট ৪.০ পোর্ট, ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এতে ৮০Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৩৫ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই ল্যাপটপের পুরুত্ব ১৯.৯ মিমি থেকে ২২.৭৫ মিমি এবং ওজন প্রায় ২.৩৫ কেজি।

Lenovo Legion Y9000P (2022) স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ওয়াই৯০০০পি (২০২২) গেমিং ল্যাপটপে আছে একটি ১৬ ইঞ্চির WQXGA (২,৫৬০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০বিট কালার ডেপ্থ, ৩এমএস রেসপন্স টাইম, ডিসি ডিমিং, HDR টেকনোলজি সাপোর্ট করে এবং এটি টিইউভি রেইনল্যান্ড সার্টিফায়েড। উন্নত পারফরম্যান্সের জন্য এতে, ১২তম প্রজন্মের ইন্টেল ‘অল্ডের লেক’ কোর আই৭-১২৭০০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর জিপিইউ হিসাবে এতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ ৬জিবি GDDR6 অথবা ৩০৭০ টি ৮ জিবি GDDR6 পাওয়া যাবে। এই ল্যাপটপটিও পূর্ববর্তী মডেলের ন্যায় উইন্ডোজ ১১ হোম চাইনিজ ভার্সন ওএস দ্বারা চালিত। আর, ১৬ জিবি LPDDR5 র‌্যাম এবং ৫১২ জিবি PCIe SSD স্টোরেজের সাথে এসেছে।

Lenovo Legion Y9000P গেমিং ল্যাপটপের অন্যান্য স্পেসিফিকেশন, Legion Y7000P (2022) এর মতো এক সমান। তবে, এই মডেলটির পুরুত্ব ১৯.৯ মিমি থেকে ২৬.৪ মিমির মধ্যে এবং ওজন প্রায় ২.৫৩ কেজি।