Tecno Camon 19 সবাইকে চমকে দেবে, আসছে Samsung-র RGBW ক্যামেরা সেন্সর সহ

চীনা স্মার্টফোন সংস্থা টেকনো (Tecno) তাদের বাজেট ও মিড-রেঞ্জের স্মার্টফোনগুলির জন্য বিশেষভাবে পরিচিত হলেও, তারা ইতিমধ্যেই তাদের Tecno Phantom X ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির সাথে প্রিমিয়াম স্মার্টফোন…

চীনা স্মার্টফোন সংস্থা টেকনো (Tecno) তাদের বাজেট ও মিড-রেঞ্জের স্মার্টফোনগুলির জন্য বিশেষভাবে পরিচিত হলেও, তারা ইতিমধ্যেই তাদের Tecno Phantom X ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির সাথে প্রিমিয়াম স্মার্টফোন বিভাগেও পা রেখেছে। আর এবার স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022) ইভেন্টে টেকনো ঘোষণা করেছে যে, Tecno Camon সিরিজের আপকামিং স্মার্টফোনে ব্যবহার করা হবে স্যামসাংয়ের আরজিবিডব্লিউ (RGBW) কালার ফিল্টার সেন্সর প্রযুক্তি। প্রসঙ্গত, সংস্থার Camon সিরিজের ফোনগুলি প্রধানত উচ্চ-মানের ক্যামেরা সেন্সরের ওপর ফোকাস করে এবং এই ডিভাইসগুলি বিশেষভাবে ক্যামেরা প্রেমীদের জন্যই ডিজাইন করা হয়ে থাকে। ফলে এখন এই আরজিবিডব্লিউ প্রযুক্তির সংযোজনের সাথে, আসন্ন Tecno Camon স্মার্টফোন ব্যবহারকারীরা সরাসরি তাদের ফোন থেকে প্রো-লেভেলের ছবি ক্যাপচার করতে পারবেন বলেই আশা করা যায়।

কি এই RGBW কালার ফিল্টার সেন্সর প্রযুক্তি?

আরজিবিডব্লিউ (রেড, গ্রীন, ব্লু, হোয়াইট) প্রযুক্তি যেকোনো ক্যামেরা ফোনকে হাই-ডেফিনিশন ছবি তোলার ক্ষেত্রে সাহায্য করে, বিশেষ করে কম আলো, আবছা এবং নিস্তেজ পরিবেশে। প্রথাগত আরজিবি (রেড গ্রীন ব্লু) সেন্সরগুলির পরিবর্তে, লেটেস্ট আরজিবিডব্লিউ সেন্সর একটি উদ্ভাবনী পিক্সেল বিন্যাস অফার করে, যেখানে সাদা পিক্সেলগুলিও থাকে, যা আরজিবি পিক্সেলের তুলনায় অনেক বেশি আলোক-সংবেদনশীল, আর এর জন্য মূল তিনটি প্রাথমিক রঙেরও (লাল, সবুজ, নীল) কোনও ক্ষতি হয় না। সবথেকে উল্লেখযোগ্য হল এই সাদা পিক্সেলের জন্য, সেন্সরগুলিতে ১.৭ গুণ বেশি আলোর সংবেদনশীলতা পাওয়া যায়, যা ক্যামেরার সামগ্রিক উজ্জ্বলতাকে উন্নত করে এবং রঙের বিকৃতিও কমায়।

জানিয়ে রাখি, আসন্ন টেকনো ক্যামন সিরিজের স্মার্টফোনের ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটি নতুন আরজিবিডব্লিউ সেন্সর সহ আসবে। এটি সিএমওএস (CMOS) সেন্সরের আলোর ইনপুট বাড়াবে, তবে তা অন্ধকার ব্যাকগ্রাউন্ডকে প্রভাবিত না করেই উজ্জ্বল এবং তীক্ষ্ণ ছবি প্রদান করবে। এর পাশাপাশি, এটি গ্লাস + প্লাস্টিক (G+P) প্রযুক্তি ব্যবহার করবে, যা কার্যকরভাবে ৩০% আলোর পরিমাণ বাড়ায়, চূড়ান্ত ছবির গুণমানকে আরও উন্নত করে।

প্রসঙ্গত, নতুন আরজিবিডব্লিউ কালার সেন্সর প্রযুক্তির বর্ণনা দিতে, স্যামসাং ইলেকট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট এবং আরএন্ডডি প্যান- এর প্রধান জুয়েবাও (Xuebao) জানিয়েছেন, এই প্রযুক্তিটি ব্যবহারকারীদের ফিডব্যাকের ভিত্তিতে এবং উজ্জ্বল ও পরিষ্কার ছবি ক্যাপচার করার জন্য তৈরি করা হয়েছে। এটি বিশেষ করে কম আলো এবং সুপার নাইট মোডে খুব ভালো ফলাফল প্রদান করে। Tecno Camon সিরিজে এই সেন্সরের প্রথম লঞ্চ সংস্থার বিশ্বব্যাপী গ্রাহকদের হাতে ডিএসএলআর (DSLR)-এর মানের ফটোগ্রাফি পৌঁছে দেওয়ার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে দিয়েছে।

উল্লেখ্য, টেকনোর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার লিও লি (Leo Lee) আসন্ন Camon 19 সিরিজে এই নতুন প্রযুক্তিটি ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছেন। তার কথায়, টেকনো ক্যামন সিরিজ সবসময়ই সংস্থার ব্যবহারকারীদের অসামান্য ক্যামেরার অভিজ্ঞতা দেওয়ার দিকে মনোনিবেশ করে। Tecno Camon 19 সিরিজে RGBW-এর ব্যবহার ক্যামেরার ক্ষমতা এবং ফ্লেক্সিবিলিটি বাড়াবে, যার ফলে গ্রাহকদের চাহিদা পূরণ হবে, বিভিন্ন মার্কেটে নান্দনিকতা এবং বৈচিত্র্য প্রদর্শনের জন্য ন্যাচারাল হিউম্যান ফিচার এবং রঙগুলিকে হাইলাইট করবে। এর আগে এই RGBW সেন্সরগুলি স্মার্টফোনে অভাবনীয় ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে সক্ষম হয়েছে৷ তাই Camon 19 সিরিজে RGBW সেন্সরটি কেমন পারফর্ম করে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন স্মার্টফোন অনুরাগীরা।