Motorola Moto G22 বাজেট রেঞ্জে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 90Hz ডিসপ্লে সহ লঞ্চ হল

Motorola তাদের নতুন বাজেট ফোন Moto G22 ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করল। এই ফোনটি বাজেট সেগমেন্টে এসেছে। এই ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে…

Motorola তাদের নতুন বাজেট ফোন Moto G22 ইউরোপিয়ান মার্কেটে লঞ্চ করল। এই ফোনটি বাজেট সেগমেন্টে এসেছে। এই ফোনে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার Motorola Moto G22 ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। এছাড়া ফোনটি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সহ এসেছে। আসুন Motorola Moto G22 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটোরলা মোটো জি২২ দাম ও লভ্যতা (Motorola Moto G22 Price and Availability)

মোটোরলা মোটো জি২২ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬৯.৯৯ ইউরো (প্রায় ১৫,২৫০ টাকা)। ফোনটি কসমিক ব্ল্যাক, পার্ল হোয়াইট, আইসবার্গ ব্লু কালারে বেছে নেওয়া যাবে। ভারত সহ বিশ্বের অন্যান্য মার্কেটে ফোনটি কবে আসবে তা এখনও অজানা।

মোটোরলা মোটো জি২২ স্পেসিফিকেশন ও ফিচার (Motorola Moto G22 Specifications and features)

মোটোরলা মোটো জি২২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ম্যাক্স ভিশন পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং নীচের দিকে কিছুটা পুরু বেজেল দেখা যাবে। আবার মোটোরলা মোটো জি২২ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Motorola Moto G22 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল কোয়াড পিক্সেল টেকনোলজি সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (১২.৫ মেগাপিক্সেল ইমেজ ডেলিভারি করবে, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Moto G22 ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাকআপ দেবে বলে কোম্পানির দাবি। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম রান করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।