Poco F4 Pro আসছে Dimensity 9000 প্রসেসর সহ, দেখা গেল IMEI ডেটাবেসে

চীনা ব্র্যান্ড পোকো (Poco) তাদের X এবং M সিরিজের বেশ কিছু মডেল বাজারে লঞ্চ করার পর, এবার আগের বছর লঞ্চ হওয়া Poco F3- এর উত্তরসূরি…

চীনা ব্র্যান্ড পোকো (Poco) তাদের X এবং M সিরিজের বেশ কিছু মডেল বাজারে লঞ্চ করার পর, এবার আগের বছর লঞ্চ হওয়া Poco F3- এর উত্তরসূরি হিসেবে Poco F4 মডেলটি বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই এই ডিভাইসটির প্রধান স্পেসিফিকেশনগুলিও সামনে এসেছে। তবে মনে করা হচ্ছে শুধু Poco F4 নয়, এর সাথে একই সিরিজে অন্তর্ভুক্ত আরও দুটি হ্যান্ডসেট বাজারে পা রাখবে। সম্প্রতি এই লাইনআপের Poco F4 Pro+ ফোনটি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC)- এর সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করে। আর এবার Poco F4 Pro মডেলটি উপস্থিত হয়েছে আইএমইআই (IMEI) ডেটাবেসে।

Poco F4 Pro- কে দেখতে পাওয়া গেল IMEI- এর সাইট

শাওএমআইইউআই (Xiaomiui)- এর একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে, 22011211G L11 মডেল নম্বর সহ শাওমির সাব-ব্র্যান্ড পোকোর একটি নতুন স্মার্টফোন IMEI ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই মডেলটির কোডনেম ‘ম্যাটিসি’ (matisse) বলে জানা গেছে। তবে ফোনের পোকো এফ৪ প্রো নামটিও এই সার্টিফিকেশন সাইটে উল্লেখ করা হয়েছে। প্রথা অনুযায়ী, এই ডিভাইসের রিব্র্যান্ডেড ভার্সনটি ভারতের বাজারে শাওমি ১২এক্স প্রো হিসেবে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, আপকামিং Poco F4 Pro এবং Poco F4 Pro+ এর উপস্থিতি পোকোর এফ লাইনআপের স্ট্র্যাটিজি পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। কেননা গত বছর Poco F3 স্মার্টফোনটি একাই বাজারে পা রেখেছিল। আবার Poco F3 ভারতের বাজারে Xiaomi Mi 11X হিসাবে Xiaomi Mi 11X Pro-এর সাথে লঞ্চ হয় l কিন্তু গ্লোবাল মার্কেটে এই Mi 11X Pro মডেলটি উন্মোচন করা হয়নি। যদিও এখন এই আসন্ন লাইনআপেই মাধ্যমে সংস্থার পুরনো প্রথায় রদবদল আসবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, Poco F4 Pro আর সম্প্রতি চীনে লঞ্চ হওয়া Redmi K50 Pro+ মডেল দুটি একই মডেল নম্বর শেয়ার করে, মানে এই আপকামিং পোকো ফোনটি আসলে K50 Pro+- এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। তাই স্বাভাবিকভাবে উভয় ডিভাইসের স্পেসিফিকেশন অভিন্ন হবে। জানিয়ে রাখি, Redmi K50 Pro+ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত এবং এতে প্রাইমারি রিয়ার ক্যামেরা হিসাবে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচএম২ সেন্সর রয়েছে।