KTM 390 Adventure ভারতে Royal Enfield Scram 411-এর সাথে একই দিনে লঞ্চ হতে পারে

অপেক্ষা আর ক’দিনের। তারপরই ভারতের বাজারে নয়া অবতারে হাজির হতে চলেছে অ্যাডভেঞ্চারপ্রেমী বাইকারদের ‘ক্রাশ’ 2022 KTM 390 Adventure। ডিলারশিপ সূত্রে খবর, Royal Enfield Scram 411…

অপেক্ষা আর ক’দিনের। তারপরই ভারতের বাজারে নয়া অবতারে হাজির হতে চলেছে অ্যাডভেঞ্চারপ্রেমী বাইকারদের ‘ক্রাশ’ 2022 KTM 390 Adventure। ডিলারশিপ সূত্রে খবর, Royal Enfield Scram 411 যে দিন ভারতে লঞ্চ হবে, সেই ১৫ মার্চ এ দেশে আত্মপ্রকাশ ঘটতে চলেছে বাইকটির। যদিও লঞ্চের দিনক্ষণ প্রসঙ্গে সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি কেটিএম বা বাজাজ।

ইতিমধ্যেই সংস্থার মুম্বইয়ের এক শোরুমে ২০২২ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এর দর্শন পাওয়া গিয়েছে। আবার নতুন সংস্করণটি সম্প্রতি ভারতে কেটিএমের ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। যা এর শীঘ্রই লঞ্চের জল্পনার উস্কে দিয়েছে। অনুমান, বাজারে উপলব্ধ মডেলটির তুলনায় নতুন মডেলটির দাম সামান্য চড়া হতে পারে। যার বর্তমান বাজারমূল্য ৩,২৮,৪৪৩ টাকা (এক্স-শোরুম)।

2022 KTM 390 Adventure-এর বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, কুইকশিফটার, কর্নারিং এবিএস। আবার দুটি রাইডিং মোড সহ আসতে চলেছে বাইকটি : অফ-রোড ও স্ট্রিট৷ বাইকটির আর্ন্তজাতিক মডেলের মতো ভারতীয় ভার্সনে নতুন কালার অপশন ও হালকা অ্যালয় হুইল থাকবে।

পুরনো মডেলের মতো 2022 KTM 390 Adventure দৌড়বে একটি ৩৭৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনের সহায়তায়৷ এর থেকে ৯,০০০ আরপিএম গতিতে ৪২.৩ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ৩৭ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন