Redmi 10 শীঘ্রই ভারতে আসছে, Redmi Note 11 Pro সিরিজের লঞ্চ ইভেন্টে নিশ্চিত করল Xiaomi

আজই ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 11 Pro সিরিজ। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছে – Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+…

আজই ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 11 Pro সিরিজ। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছে – Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+ 5G। পাশাপাশি এদেশে আত্মপ্রকাশ করেছে Redmi Watch 2 Lite স্মার্টওয়াচ। পাশাপাশি লঞ্চ ইভেন্টে আরেকটি ফোন কে টিজ করা হয়েছে, যেটি শীঘ্রই ভারতে পা রাখবে‌।

লাইভস্ট্রিমের শেষের দিকে Xiaomi, Redmi 10 ফোনটির টিজার শেয়ার করেছে। সেখানে উল্লেখ ছিল, ফোনটি দ্রুত ভারতে লঞ্চ হবে। যদিও এছাড়া আর কিছু জানানো হয়নি। এমনকি Redmi 10 ফোনকেও কোনো সার্টিফিকেশন সাইটে দেখা যায়নি।

তবে এই সিরিজের Redmi 10C ফোনটিকে FCC ও IMEI ডেটাবেসে সম্প্রতি খুঁজে পাওয়া গেছে। আবার Redmi 10 Prime 2022 নামে একটি ফোন ভারতের BIS সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করেছে। এই ফোনটি চীনে আত্মপ্রকাশ করা Redmi Note 11 4G এর রিব্যাজড ভার্সন হবে বলে জল্পনা রয়েছে।

সেক্ষেত্রে এই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে দেখা যেতে পারে। আবার ফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ (eMMC 5.1) সহ আসতে পারে। এছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে Redmi 10 Prime 2022 ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর + ২ মেগাপিক্সেল আরেকটি সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।