Ducati Scrambler Tribute 1100 Pro: লিকুইড কুলড টুইন সিলিন্ডারের ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে দেশে স্ক্র্যাম্বলার বাইক আনল ডুকাটি

ডুকাটি (Ducati) ভারতে নতুন স্ক্র্যাম্বলার বাইক নিয়ে এল। সংস্থাটি গতকাল দেশের বাজারে Scrambler Tribute 1100 Pro লঞ্চের ঘোষণা করেছে। এয়ার কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিনের ইতিহাসকে…

ডুকাটি (Ducati) ভারতে নতুন স্ক্র্যাম্বলার বাইক নিয়ে এল। সংস্থাটি গতকাল দেশের বাজারে Scrambler Tribute 1100 Pro লঞ্চের ঘোষণা করেছে। এয়ার কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিনের ইতিহাসকে স্মরণে রেখেই মোটরসাইকেলটির আত্মপ্রকাশ। উল্লেখ্য, ১৯৭১ সালে ডুকাটির প্রথম স্ক্র্যাম্বলার বাইক Ducati 750 GT পথ চলা শুরু করেছিল‌। এয়ার কুল্ড টুইন সিলিন্ডার ইঞ্জিনের আত্মপ্রকাশ ঘটেছিল ওই মডেলে। তার পঞ্চাশ বছর পেরোনোর মাইলস্টোনকে শ্রদ্ধা জানিয়ে দেশে হাজির হল Ducati Scrambler Tribute 1100 Pro।

রেট্রো স্টাইলকে পূর্ণতা দেওয়ার জন্য কালো ফ্রেম, সাব ফ্রেম, এবং বাদামী রঙের সিটের সাফে অনন্য ‘গিয়ালো ওক্রা’ কালার স্কিম Ducati Scrambler Tribute 1100 Pro-র অন্যতম হাইলাইট। ভারতের বাজারে বাইকটির দাম রাখা হয়েছে ১২,৮৯,০০০ টাকা (এক্স-শোরুম)।

Ducati Scrambler Tribute 1100 Pro-র ডিজাইন স্ট্যান্ডার্ড Scrambler 1100 মডেলটির মতো৷ এতে গোল হেডলাইট, সাইড-স্লাং-টুইন-পড-এগজস্ট, এবং সাবেকি ধাঁচের ওয়্যার-স্পোক হুইল রয়েছে। হার্ডওয়্যার কথা বললে, ডুকাটি স্ক্র্যাম্বলার ট্রিবিউট ১১০০ প্রো ৪৫ মিমি ইউএসডি ফর্ক, অ্যাডজাস্টেবল মনোশক, ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২৪৫ মিমি রিয়ার ডিস্ক ব্রেকের সাথে এসেছে‌‌।

যান্ত্রিক দিক থেকে জনপ্রিয় স্ক্র্যাম্বলার ১১০০ প্রো পরিবারের সাথে ডুকাটি স্ক্র্যাম্বলার ট্রিবিউট ১১০০ প্রো-র তেমন পরিবর্তন নেই‌। এতেও ১০৭৯ সিসি এল-টুইন সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যার আউটপুট ৮৬ বিএইচপি‌। গিয়ারবক্সের সংখ্যা ছ’টি।

এছাড়া, ডুকাটি স্ক্র্যাম্বলার ট্রিবিউট ১১০০ প্রো বাইকের ফিচারগুলির মধ্যে ডুয়াল এলিমেন্ট এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল, বোস কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যাক্টিভ, জার্নি, এবং সিটি রাইডিং মোড, এবং মোবাইল চার্জিং পোর্ট উল্লেখযোগ্য।