Redmi K40S দুর্দান্ত ফিচার সহ এবার গ্লোবাল মার্কেটে আসছে, নাম রাখা হতে পারে Poco F4

গত সপ্তাহে রেডমি তাদের বহু প্রতীক্ষিত Redmi K50 সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। তবে এই সিরিজের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের Redmi K40S স্মার্টফোনটিও চীনা বাজারে…

গত সপ্তাহে রেডমি তাদের বহু প্রতীক্ষিত Redmi K50 সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। তবে এই সিরিজের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের Redmi K40S স্মার্টফোনটিও চীনা বাজারে পা রেখেছে। চীনে লঞ্চের পর রেডমির এই ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। সেইমতোই Redmi K40S-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটিকে এবার গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা হয়েছে। আসুন এই সাইটের তালিকা থেকে নতুন Redmi K40S- এর গ্লোবাল মডেলটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Redmi K40S- এর গ্লোবাল সংস্করণকে দেখা গেল Geekbench-এ

চীনে লঞ্চ হওয়া রেডমি কে৪০এস-এর কোডনেম ‘মাঞ্চ’ (Munch) এবং এটির মডেল নম্বর 22021211RC। তবে রেডমি কে৪০এস-এর গ্লোবাল সংস্করণটি 22021211RG মডেল নম্বর সহ এখন চীনে লঞ্চের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গিকবেঞ্চে (Geekbench)-এ তালিকাভুক্ত হয়েছে। জানিয়ে রাখি, রেডমি কে৪০এস (আগে রেডমি কে৫০ নামে পরিচিত)-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটির প্রসঙ্গে এর আগেও একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ডিভাইসটি আগে থেকেই অন্যান্য সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করেছে। এমনকি, 22021211RI মডেল নম্বর সহ এর একটি ভারতীয় ভ্যারিয়েন্টও রয়েছে।

এদিকে জল্পনা রয়েছে যে, এই স্মার্টফোনটি চীনের মূল ভূখণ্ডের বাইরে পোকো ব্র্যান্ডিং সহ লঞ্চ হবে। এটি পোকো এফ৪ নামে বাজারে পা রাখতে পারে। মনে করা হচ্ছে ভারতের বাজারেও এই একই নামে হ্যান্ডসেটটি উন্মোচিত হতে পারে।

উল্লেখ্য, আসন্ন পোকো ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে Redmi K40S-এর মতো একই স্পেসিফিকেশন দেখা যেতে পারে। তবে ব্যাক প্যানেলের ডিজাইনে কিছু পার্থক্য থাকতে পারে। তাই আশা করা যায়, উল্লেখিত Poco F4-এ ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য, Poco F4-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল (ওয়াইড) + ৮ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম দেওয়া হবে এবং ফোনের সামনে উপস্থিত থাকবে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

এছাড়াও, Poco F4-এ ডুয়েল স্টেরিও স্পিকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে। তবে পোকো এখনও আপকামিং Poco F4 মডেলটির আগমনের বিষয়ে কোনও তথ্যই প্রকাশ করেনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন