Poco F4 শক্তিশালী ব্যাটারি ও Snapdragon 870 প্রসেসর সহ আসছে, শুরু হল সিরিয়াল প্রোডাকশন

স্মার্টফোন নির্মাতা পোকো গতবছর মার্চ মাসে ফ্ল্যাগশিপ-স্তরের স্পেসিফিকেশন সহ তাদের Poco F3 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করেছিল। আর এই সিরিজের লঞ্চের প্রায় এক বছর পর এবার…

স্মার্টফোন নির্মাতা পোকো গতবছর মার্চ মাসে ফ্ল্যাগশিপ-স্তরের স্পেসিফিকেশন সহ তাদের Poco F3 সিরিজের স্মার্টফোনগুলি উন্মোচন করেছিল। আর এই সিরিজের লঞ্চের প্রায় এক বছর পর এবার সংস্থাটি এর উত্তরসূরি, Poco F4 লাইনআপের ডিভাইসগুলি বাজারে আনার জন্য তোড়জোড় শুরু করেছে। এখনও অবধি, এই সিরিজটির সম্পর্কে বেশকিছু তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, পোকোর এই আপকামিং সিরিজের মডেলগুলি আদতে সাব-ব্র্যান্ড রেডমি (Redmi)-এর কয়েকটি ফোনের রি-ব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আত্মপ্রকাশ করবে। আর এখন আবার এক জনপ্রিয় টিপস্টার Poco F4 স্মার্টফোনটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করছেন, যা ইঙ্গিত করছে এই ডিভাইসটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে।

টিপস্টার মুকুল শর্মা একটি টুইটে দাবি করেছেন, আপকামিং পোকো এফ ৪-এর সিরিয়াল প্রোডাকশন ইউরোপীয় এবং ইউরেশীয় অঞ্চলে শুরু হয়ে গিয়েছে। এর থেকে নিশ্চিত হওয়া যায় যে, এই ডিভাইসটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত, পোকো এফ ৩ সিরিজটি প্রথম গ্লোবাল মার্কেটে উন্মোচিত হয়েছিল। তাই আশা করা যায় পোকো এফ ৪ সিরিজটি প্রাথমিকভাবে গ্লোবাল মার্কেটেই লঞ্চ হবে, এবং পরে এটি ভারতীয় বাজারেও পা রাখবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, এর আগেই জানা গেছে যে, আসন্ন Poco F4 মডেলটি Redmi K40S-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আসবে। এমনকি সম্প্রতি এই স্মার্টফোনটিকে বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে 22021211RG মডেল নম্বর সহ দেখতে পাওয়া গেছে। সাইটের লিস্টিং প্রকাশ করেছে, এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এতে ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে। এই পোকো ফোনটি গিকবেঞ্চ ৫ (Geekbench 5) বেঞ্চমার্কিং ডেটাবেসের সিঙ্গেল-কোর টেস্টে ১,০২৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৩৯১ পয়েন্ট অর্জন করেছে। এছাড়া, এই মডেলটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

আবার, Poco F4-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) প্যানেল থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটে একটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং এর সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে, যা পূর্বসূরি ডিভাইসের ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের তুলনায় উন্নত।

এছাড়াও, Poco F4- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে৷ ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

উল্লেখ্য, আসন্ন Poco F4 সিরিজে বেস মডেলের পাশাপাশি, Poco F4 Pro এবং Poco F4 GT মডেল দুটিও অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে ‘প্রো’ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে, আর Poco F4 GT হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে হবে জানা গেছে।