Artificial Intelligence

লিভার রোগের চিকিৎসায় বিরাট সাহায্য করতে পারে AI, বলছে গবেষণা

লিভার রোগে দারুন কাজে আসতে পারে AI। এমনটাই মনে করছেন বিজ্ঞানীর। দ্রুত ডেটা বিশ্লেষণ করে প্রাথমিক পর্যায়ে লিভার রোগের উপসর্গগুলি শনাক্ত করা যেতে পারে।

Suvrodeep Chakraborty 16 Nov 2024 6:48 PM IST

স্বাস্থ্য ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির (AI) প্রভাব বেশ কার্যকরী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষ করে লিভার সংক্রান্ত রোগের ক্ষেত্রে। ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের মেটাবলিক-সম্পর্কিত স্টেটোটিক লিভার রোগ নির্ভুলভাবে শনাক্ত করার ক্ষমতা রাখে এআই।

এই মেটাবলিক-সম্পর্কিত স্টেটোটিক লিভার রোগ বা MASLD বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী লিভার রোগ বলে মনে করা হয়। যখন যকৃতে সঠিকভাবে চর্বি পরিচালিত হয় না তখন এই রোগ ধরা দেয়। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এই রোগের সংখ্যা। এটি প্রায়শই অন্যান্য সাধারণ রোগ যেমন স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস এবং অস্বাভাবিক কোলেস্টেরলের মাত্রার সঙ্গে যুক্ত থাকে।

যেহেতু সময়ের সঙ্গে এটি গুরুতর আকার নিতে পারে, তাই প্রাথমিক রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। অনেক সময় এটি শেষ ধাপে না যাওয়া অবধি শনাক্ত করা যায় না। কারণ প্রাথমিক পর্যায়ে বেশি উপসর্গ থাকে না। তবে অসম্ভবকে সম্ভব করতে পারে এআই।

মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি সাইট থেকে ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ডে ইমেজিং ফলাফল বিশ্লেষণ করেন ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক আরিয়ানা স্টুয়ার্ট এবং তার দল। তারা একটি এআই অ্যালগরিদম ব্যবহার করে ৮৩৪ জন রোগীর উপর সমীক্ষা চালায়।

গবেষণায় দাবি করা হয়, প্রথাগত ক্লিনিকাল অনুশীলনে একাধিক সীমাবদ্ধতা রয়েছে। যেখানে এআই রোগীর ডেটা বিশ্লেষণ করে চিকিৎসা আরও দ্রুত করে তুলতে পারে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজেস দ্বারা আয়োজিত লিভার মিটিং-এ এই গবেষণাটি উপস্থাপন করা হবে বলে জানা গিয়েছে।

এর আগের গবেষণাগুলিতে দেখা গিয়েছে, লিভার ফাইব্রোসিস শনাক্ত করতে এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নির্ণয় করতে ব্যবহার করা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ফোকাল লিভারের ক্ষতগুলিকে আলাদা করা, হেপাটোসেলুলার ক্যান্সার নির্ণয়, দীর্ঘস্থায়ী লিভার ডিজিজের (সিএলডি) পূর্বাভাস দিতে ডাক্তারদের ব্যাপক সাহায্য করতে পারে এআই।

Show Full Article
Next Story