Sunday, November 17, 2019

Amazon প্রাইম ডে সেলে এই ফোনগুলো সস্তায় পাবেন, দেখুন পুরো লিস্ট

ভারতে 15 জুলাই থেকে শুরু হচ্ছে Amazon প্রাইম ডে সেল। এই সেল 16 জুলাই পর্যন্ত চলবে। 48 ঘন্টার এই সেলে বিভিন্ন ধরণের প্রোডাক্টের উপর আকর্ষণীয় ডিল থাকবে। এছাড়াও থাকবে ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফার। আমাজন এতদিন এই সেলে কোন কোন প্রোডাক্টের উপর কত ছাড় পাওয়া যাবে তা জানায়নি। কিন্তু গতকাল তারা এই সেলে যে যে ফোন কম দামে পাওয়া যাবে তার একটি তালিকা প্রকাশ করেছে। আসুন দেখে নেই সেই তালিকা।

এই সেলে OnePlus 7 এর মিরর ব্লু কালার অপসন প্রথমবারের জন্য বিক্রি হবে। যার দাম 32,999 টাকা। আবার LG W30 এর গ্রীন ভ্যারিয়েন্ট এবং Oppo F11 Pro এর ওয়াটারফল গ্রে ভ্যারিয়েন্ট সেলের জন্য উপলব্ধ হবে। এছাড়াও Galaxy M40 ককটেল অরেঞ্জ ভ্যারিয়েন্ট 19,990 টাকায় পাওয়া যাবে। 5,000mAh এর 10.or G2 ও এই সেলে প্রথমবারের জন্য উপলব্ধ করা হচ্ছে।

এই স্মার্টফোনগুলোতে পাবেন ছাড়:

Samsung Galaxy M20: 9,990 টাকা (MRP: 11,290 টাকা) ।

Realme U1: 8,990 টাকা (MRP: 12,999 টাকা) ।

Nokia 6.1 Plus: 11,999 টাকা (6GB+64GB ভ্যারিয়েন্ট) (MRP: 21,999 টাকা) ।

Samsung Galaxy M10: 7,990 টাকা (MRP: 8,190 টাকা) ।

Xiaomi Redmi 6 Pro: 8,999 টাকা (MRP: 11,499 টাকা) ।

Nokia 5.1: 6,999 টাকা (MRP: 15,999 টাকা) ।

Nokia 8.1: 18,499 টাকা (MRP: 26,999 টাকা) ।

Samsung Galaxy A8 Star: 17,790 টাকা (MRP: 38,000 টাকা) ।

Xiaomi Redmi 6: 6,999 টাকা (MRP: 7,999 টাকা ) ।

Vivo V15 Pro: 26,990 টাকা (MRP: 32,990 টাকা) + 3,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট।

LG V40: 39,990 টাকা (MRP: 60,000 টাকা) ।

Galaxy M30: 13,990 টাকা ( MRP: 14,990 টাকা) ।

Honor 8C: 7,999 টাকা (MRP: 11,999 টাকা) ।

Xiaomi Mi A2: 9,999 টাকা (MRP: 16,999 টাকা) ।

OnePlus 6T: 27,999 টাকা ( MRP: 37,999 টাকা) ।

Honor View 20: 27,990 টাকা ( MRP: 37,999 টাকা) ।

Huawei Y9: 11,990 টাকা ( MRP: 15,990 টাকা) ।

পড়ুন : এই 5 ধরণের জিনিস 50% ছাড়ে পাওয়া যাবে Amazon Prime Day সেলে

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা Whatsapp গ্রুপে যুক্ত হোন আর সাবস্ক্রাইব করুন YouTube.

- Advertisment -