একগুচ্ছ নয়া ফিচার ও প্রযুক্তির সাথে নতুন TVS Radeon লঞ্চ হল, দাম শুনলেই কিনতে মন চাইবে
চুপিচুপি TVS Radeon কমিউটার মোটরসাইকেলের আপডেটেড ভার্সন লঞ্চ হল আজ। নয়া সংস্করণটির নাম দেওয়া হয়েছে Radeon Refresh। নতুন প্রযুক্তির সাথে প্রচুর স্মার্ট আপডেট যুক্ত হয়েছে এই বাইকে। যার মধ্যে সবার প্রথমে সেগমেন্ট ফার্স্ট মাল্টি কালার রিভার্স এলসিডি ক্লাস্টার, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরের কথা বলতে হয়।
নতুন TVS Radeon Refresh চারটি ভার্সনে মিলবে - বেস, রিভার্স এলডি ক্লাস্টার-সহ ডুয়াল টোন ড্রাম, ইন্টেলিগো প্রযুক্তি ও রিভার্স এলডি ক্লাস্টার-সহ ডুয়াল টোন ড্রাম, ও ডিস্ক ব্রেক (রিভার্স এলডি ক্লাস্টার)। বেস ভ্যারিয়েন্টের দাম ৫৯, ৯২৫ টাকা রাখা হয়েছে। আর ডুয়াল টোন অপশন নিতে চাইলে দাম পড়বে ৭১,৯৬৬ টাকা। অর্থাৎ পুরনো মডেলের দামেই পাওয়া যাবে নয়া মডেল। যার জন্য সাধুবাদ প্রাপ্য। তবে ডিস্ক ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ করা হয়নি।
নতুন TVS Radeon-এর ডিজিটাল ড্যাশবোর্ডে এখন রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ক্লক, সার্ভিস ইন্ডিকেটর, লো ব্যাটারি ইন্ডিকেটর, টপ স্পিড, ও এভারেজ স্পিড ফুটে উঠবে। বাইকটিতে ইন্টেলিগো ফিচার রয়েছে। যা এক কথায় আইডেল স্টার্ট স্টপ সিস্টেম। ইঞ্জিন আইডেল অবস্থায় থাকলে তা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। আবার থ্রটল চাপলেই চালু হয়ে যাবে। এটি পেট্রল সাশ্রয় করে মাইলেজ বাড়াতে অত্যন্ত কার্যকরী। তবে প্রতিপক্ষদের মতো ব্লুটুথ কানেক্টিভিটির অপশন রাখা হয়নি নতুন রেডিয়নে।
TVS Radeon Refresh-এর ডুয়েল টোন ভ্যারিয়েন্টের অনেক জায়গায় ক্রোম এলিমেন্ট দেখা যাবে। যা প্রিমিয়াম ভাব এনেছে। এগুলি বাদ দিলে কারিগরির দিক থেকে বাইকটি সম্পুর্ণরুপে অপরিবর্তিত। রেট্রো স্টাইল-সহ সেই এক কালার অপশন, ডিজাইন, হার্ডওয়্যার, ইঞ্জিন - সব এক৷ টিভিএস রেডিয়ন রিফ্রেশ আগের মতোই ১০৯.৭ সিসির ইঞ্জিনে দৌড়বে। যার আউটপুট ৮.৪ পিএস ও ৮.৭ এনএম।
সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে শক অ্যাবজর্ভার দেওয়া। ডিস্ক ব্রেক (ফ্রন্ট) অপশন হিসাবে বেছে নিতে পারবেন গ্রাহকরা। বাজারে Hero Splendor Xtec ও Passion Pro Xtec-এর সাথে প্রতিযোগিতা করবে TVS Radeon Refresh। তবে টিভিএস-এর নতুন মডেলের চেস প্রতিপক্ষরা ফিচারের নিরিখে খানিকটা এগিয়ে।