2023 Hyundai Verna: হুন্ডাই ভার্নার নবজন্ম, চমকে দেওয়া লুক নিয়ে ভারতে আসছে, বুকিং চালু
হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) তাদের জনপ্রিয় সেডান গাড়ি Verna-র বুকিং আজ থেকে চালু করল। আসলে কিছুদিনের মধ্যেই গাড়িটির নতুন প্রজন্মের মডেল লঞ্চ হতে চলেছে। তারই বুকিং শুরু হল। সংস্থা সূত্রে খবর, নয়া Hyundai Verna মাত্র ২৫,০০০ টাকায় বুকিং করা যাচ্ছে। এদেশের সংস্থার সকল ডিলারশিপ এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে ক্রেতারা অর্ডার করতে পারবেন। লঞ্চ হবে খুব শীঘ্রই।
প্রসঙ্গত, হুন্ডাই ভার্না ১৬ বছর আগে এদেশে লঞ্চ হয়েছিল। এখনও পর্যন্ত এদেশে ৪.৬ লক্ষ গ্রাহক এই গাড়িটি বেছে নিয়েছেন। কিন্তু ইদানিং মাঝারি আকারের সেডান গাড়িটির প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কারণ বর্তমানে বিভিন্ন আকৃতির এসইউভি গাড়ি বাজার গ্রাস করছে। তাই গাড়িটির নতুন প্রজন্মের মডেলটি আনতে উদ্যত হয়েছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। এটি স্পোর্টস স্টাইলিং সহ ডায়নামিক ড্রাইভিং এবং কেবিনে আগের চাইতে আরও বেশি জায়গা অফার করবে।
2023 Hyundai Verna স্পেসিফিকেশন এবং ভ্যারিয়েন্ট
হুন্ডাই ভার্না দুই ধরনের পাওয়ারট্রেনের বিকল্পে অফার করা হবে – একটি হল ১.৫ লিটার টার্বো GDi পেট্রোল ইউনিট। যার সাথে যুক্ত ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। আবার এটি সেভেন-স্পিড ডিসিটি বিকল্পে বেছে নেওয়া যাবে। অন্যটি হল – ১.৫ লিটার MPi পেট্রোল ইঞ্জিন। যেটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং আইভিটি সহ কেনা যাবে। যদিও এখনও এর পাওয়ার এবং টর্ক কত হবে, তা জানা যায়নি। ইঞ্জিনটি RDE নির্গমন বিধি ও E20 মাপকাঠি মেনে আসবে। এটি তিনটি ট্রিমে অফার করা হবে – EX, S, SX এবং SX(O)।
2023 Hyundai Verna ফিচার্স
হুন্ডাই তাদের আসন্ন Verna-র ফিচার সম্পর্কে মুখ খোলেনি। আশা করা হচ্ছে, Ioniq 5 EV-এর থেকে অনুপ্রাণিত হয়ে এতে ডুয়েল স্ক্রিন দেওয়া হতে পারে। আবার Honda City Hybrid-কে টেক্কা দিতে এটি অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম প্রযুক্তি সহ হাজির হবে বলেই অনুমান। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে থাকতে পারে অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জিং ইত্যাদি।
2023 Hyundai Verna কালার অপশন ও প্রতিপক্ষ
আপডেটেড Hyundai Verna সাতটি মোনো টোন এবং দুটি ডুয়েল টোন কালারে অফার করা হবে। তিনটি নতুন মোনো টোনের মধ্যে রয়েছে – অ্যাবিস ব্ল্যাক, অ্যাটলাস হোয়াইট এবং টেলুরিয়ান ব্রাউন। এদেশে গাড়িটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Honda City, Maruti Suzuki Ciaz, Skoda Slavia এবং Volkswagen Virtus।