গতির ঝড়ে রাস্তার ধুলো সাফ করে দেবে! 16 জুন দেশে লিজেন্ডারি বাইক লঞ্চ করছে Triumph

By :  SUMAN
Update: 2023-06-14 14:52 GMT

প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়ায় ট্রায়াম্ফ (Triumph) একটি অতি প্রসিদ্ধ সংস্থা। এবারে তারা ভারতে লিজেন্ডারি Street Triple 765 রেঞ্জের নয়া ভার্সন লঞ্চ করতে চলেছে বলে ঘোষণা করল। 2023 Street Triple R ও Street Triple RS আগামী ১৬ জুন দেশে আত্মপ্রকাশ করবে। বাইক দু'টির দাম যথাক্রমে ১০ লক্ষ টাকা ও ১১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Street Triple R ও Street Triple RS নতুন ভার্সনে আসছে

উল্লেখ্য, ট্রায়াম্ফ ভারতে Moto2 ভার্সন লঞ্চ করবে না। তারা ইতিমধ্যেই মোটরসাইকেল দুটির বুকিং গ্রহণ শুরু করেছে। স্ট্রিট ট্রিপল রেঞ্জ ব্যাপকভাবে আপডেট পেতে চলেছে বলেই খবর। ডিজাইন, পারফরম্যান্স এমনকি ইঞ্জিনেও পরিবর্তন লক্ষ্য করা যাবে। এতে থাকছে নয়া ট্যাঙ্ক শ্রাউড এবং একটি পেশীবহুল ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক। বাইকটি আগের মতোই ছার পোকার চোখের ন্যায় এলইডি হেডল্যাম্প সহ আসবে। তবে ডিজাইনের সামান্য তারতম্য নজর করা যাবে।

2023 Street Triple R ও RS উভয় মডেলেই থাকছে ১২ মিমি চওড়া হ্যান্ডেলবার। ইঞ্জিন থেকে সুমধুর আওয়াজ নির্গমনের জন্য দেওয়া হচ্ছে নতুন এগজস্ট। এটি হল সিঙ্গেল পিস ইউনিট। ট্রিপল তাদের নতুন ভার্সনের বাইকের ইঞ্জিনেও আপডেট আনছে। Street Triple R ও RS এর নয়া ইঞ্জিন থেকে যথাক্রমে ১১৮ বিএইচপি এবং ১২৮ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। টর্ক ৭৯ এনএম থেকে বেড়ে ৮০ এনএম হবে।

ট্রায়াম্ফ তাদের নতুন ভার্সনের Street Triple R ও RS-এ দিচ্ছে কর্নারিং এবিএস, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল। Street Triple R-এ থাকছে চারটি রাইডিং মোড – রোড, রেইন এবং স্পোর্ট। অন্যদিকে Street Triple RS পাঁচটি রাইডিং মোড সহ হাজির হচ্ছে – রোড, রেইন, স্পোর্ট, রাইডার এবং ট্র্যাক। এছাড়া থাকছে ব্লুটুথ ফাংশনালিটি, শিফট অ্যাসিস্ট আপ এবং ডাউন কুইক শিফ্টার, রাইড-বাই-ওয়্যার থ্রটেল, ইমমোবিলাইজার ইত্যাদি।

Tags:    

Similar News