কোনও খামতি রাখল না Bajaj, নিউ এডিশনে Pulsar N250 যেন কমপ্লিট প্যাকেজ
চলতি সপ্তাহে ভারতের মোটরসাইকেলের বাজারে নতুন সংস্করণে লঞ্চ হয়েছে Bajaj Pulsar N250। বেশ কিছু আপডেট যুক্ত হলেও মূল্যে কোন পরিবর্তন ঘটানো হয়নি। পূর্বের মতো এখনও এটি 1,50,829 টাকায় (এক্স-শোরুম) কেনা যাবে। এতে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেওয়া হয়েছে 37 মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। এতে লুকসের পাশাপাশি রাইডিংয়ের অভিজ্ঞতাতেও নতুন মাত্রা যোগ হয়েছে। এছাড়া নতুন আপডেট হিসাবে 2024 Pulsar N250 পেয়েছে ট্রাকশন কন্ট্রোল, ব্লুটুথ সহ ডিজিটাল স্ক্রিন, তিনটি এবিএস রাইডিং মোড (রেইন, রোড এবং অফ-রোড)। এই প্রতিবেদনে ফ্ল্যাগশিপ নেকেড বাইকটির পাঁচটি বিশেষ পরিবর্তন সম্পর্কে আলোকপাত করা হল।
2024 Bajaj Pulsar N250: নতুন সাসপেনশন
সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে Bajaj Pulsar N250-তে দেওয়া হয়েছে 37 মিমি আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক। যা পূর্বের তুলনায় প্রিমিয়াম লুক দিয়েছে। আগে এটি একটি 37 মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কে ছুটতো।
2024 Bajaj Pulsar N250: চওড়া টায়ার
আগের ভার্সনের তুলনায় এবারে Pulsar N250-তে অধিক চওড়া টায়ার দেওয়া হয়েছে। এতে রোড গ্রিপ আরও ভালো পাওয়া যাবে। আগের তুলনায় টায়ার 10 মিমি চওড়া হয়েছে। একন ফ্রন্টে 110/7-17 ও রিয়ার 140/70-17 টায়ার বর্তমান।
নতুন ইলেকট্রনিক্স
2024 Bajaj Pulsar N250: 2024 Pulsar N250 থ্রি-লেভেল ট্রাকশন কন্ট্রোল সমেত এসেছে। এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় করেও রাখা যাবে। এর সাথেই রয়েছে তিনটি মোট যুক্ত এবিএস – রেইন, রোড এবং অফ-রোড। প্রতিটি মোডের আলাদা এবিএস পর্যায় রয়েছে। এগুলি কিন্তু সম্পূর্ণ সুইচ অফ করে রাখা যাবে না, এমনকি অফ-রোড মোডেও নয়।
2024 Bajaj Pulsar N250: নয়া ফিচার যুক্ত নতুন ইন্সট্রুমেন্ট কনসোল
2024 Pulsar N250-এ উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, যা N150 ও N160-তেও বর্তমান। ব্লুটুথ কানেক্টিভিটি উপলব্ধ থাকায় কল ও এসএমএস অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন ইত্যাদি তথ্য ভেসে উঠবে।
2024 Bajaj Pulsar N250: নতুন কালার
2024 Bajaj Pulsar N250 তিন কালার অপশনে অফার করা হয়েছে – গ্লসি রেসিং রেড, পার্ল মেটালিক হোয়াইট এবং ব্রুকলিন ব্ল্যাক। গ্লসি রেসিং রেড মডেলের বডিওয়ার্ক জুড়ে হোয়াইট এবং গ্রে গ্রাফিক্স দ্বারা শোভিত করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কে বড় করে লেখা রয়েছে ‘250’। পার্ল মেটালিক হোয়াইট কালার অপশনে দেওয়া হয়েছে ব্লু এবং গ্রে গ্রাফিক্স। সর্বাধিক চমকপ্রদ কালার হচ্ছে ব্রুকলিন ব্ল্যাক। এতে রেড ও গ্রে গ্রাফিক্স সমেত আগাগোড়া ব্ল্যাকআউট থিম দেওয়া হয়েছে।