ফিচার্স থেকে ফ্রেম, বড় আপগ্রেড পেতে চলেছে KTM Duke 390, ছবি ফাঁস হতেই শোরগোল
KTM তাদের 390 Duke-এর পরবর্তী প্রজন্মের মডেলের উপর অনেকদিন ধরেই কাজ করছে। ৩৯০ সিসির রোডস্টার বাইকটির টেস্টিং চলাকালীন একাধিকবার দর্শন মিলেছে। ফের একবার ক্যামেরায় ধরা পরল বাইকটির ছবি। আগেরবারের সাথে পার্থক্য বলতে এবারে মডেলটি কোন রকম আবরণ ছাড়াই সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় ধরা দিয়েছে। তাও আবার কারখানার অন্দরমহল থেকে। 390 Duke-এর ২০২৪ মডেলটির সম্পর্কে বেশকিছু তথ্যও সামনে এসেছে। আসুন সেগুলি জেনে নেওয়া যাক।
2024 KTM 390 Duke : কেমন আপডেট থাকছে
ফাঁস হওয়া ছবিতে মোটরসাইকেলটির নতুন কালার স্কিমের দেখা মিলেছে। যা কিনা ডুয়েল পেইন্ট স্কিম। ট্যাঙ্কের উপর হোয়াইট এবং অরেঞ্জের গ্রাফিক্সের সাথে রয়েছে ম্যাট গ্রে এবং গ্লসি ব্লু। আবার ছবিতে নতুন প্রজন্মের বাইকটির আপডেটেড চ্যাসিসের দেখা পাওয়া গিয়েছে।
RC 390 ও 390 Adventure-এর মতো আসন্ন বাইকটিতে থাকছে কম্প্রেশন এবং রি-বাউন্ড অ্যাডজাস্টমেন্ট। পেছনে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল অ্যা-সিমেট্রিক্যাল মাউন্টেড মোনোশক। তবে এটি মোটরসাইকেলটির গ্লোবাল মডেলেই কেবল উপলব্ধ হবে। ভারতীয় মডেলটি নন-অ্যাডজাস্টেবল ইউনিট হিসেবেই হাজির হবে।আবার ফ্রন্ট ডিস্ক ব্রেকটি ডানদিকে দেওয়া হয়েছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
2024 KTM 390 Duke : ইঞ্জিন
বর্তমান প্রজন্মের 390 Series-এর সাথে আসন্ন মডেলটির ইঞ্জিনকেস এবং এগজস্ট পাইপের মিল থাকবে না। তবে কেমন পরিবর্তন হবে, সে বিষয়ে এখনো কোন তথ্য জানা যায়নি। এর ৩৭৩.২৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৯,০০০ আরপিএম গতিতে ৪২.৯ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ৩৭ এনএম টর্ক পাওয়া যাবে। পাওয়ারট্রেনের সাথে থাকছে একটি স্লিপার ক্লাচ ও কুইক শিফ্টার এবং সিক্স-স্পিড গিয়ারবক্স।
2024 KTM 390 Duke : ফিচার্স ও সম্ভাব্য দাম
2024 KTM 390 Duke-এর ফিচারের তালিকায় থাকছে ট্রাকশন কন্ট্রোল এবং কর্নারিং এবিএস। যা RC 390-তেও উপস্থিত। বর্তমান প্রজন্মের মডেলটিতে রয়েছে ফুল এলইডি লাইটিং এবং ব্লুটুথ চালিত কালার টিএফটি ডিসপ্লে। মোটরসাইকেলটির নয়া ভার্সন আগামী বছরের প্রথমার্ধে ভারতের বাজারে লঞ্চ হতে পারে। দাম ৩.২৫-৩.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।