Triumph Tiger 900: বাঘের পিঠে উঠে ঘুরে বেড়াবেন? স্বপ্নপূরণে হাজির ট্রায়াম্ফের নতুন টাইগার!
ভারতের বাজারে প্রিমিয়াম মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। তাই কোম্পানিগুলিও ক্রেতা ধরতে দুর্দান্ত সব মডেল দেশের রাস্তায় নামাতে উৎসাহ দেখাতে আরম্ভ করেছে। বাজাজের সঙ্গে মিলে তৈরি ট্রায়াম্ফের দুই বাইক ইতিমধ্যেই সুপারহিট। এবার প্রিমিয়াম সেগমেন্টে নতুন প্রজন্মের Triumph Tiger 900 ভারতে লঞ্চ করল ব্রিটিশ সংস্থাটি। দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ অ্যাডভেঞ্চার বাইকটি – GT ও Rally Pro। প্রথমটির দাম ১৩.৯৫ লক্ষ টাকা, যেখানে দ্বিতীয়টি কিনতে খরচ পড়বে ১৫.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ডিজাইন, কারিগরি এবং ফিচার উন্নত হওয়ার ফলে নয়া সংস্করণের মূল্য ৪৫,০০০ টাকা বেড়েছে।
2024 Triumph Tiger 900 ভারতে লঞ্চ হল
২০২৪-এর ফেব্রুয়ারি থেকে এদেশে Tiger 900-এর ডেলিভারি চালু করবে ট্রায়াম্ফ। অ্যাডভেঞ্চার বাইকটির ফিচারের তালিকায় উপস্থিত স্বচ্ছ ভাইজর সহ স্প্লিট এলইডি হেডলাইট এবং সেকেন্ডারি ফেন্ডর। অন্যান্য হাইলাইট হিসেবে দেওয়া হয়েছে একটি লম্বা সিট, স্লিক এলইডি টেললাইট ইত্যাদি।
GT ভ্যারিয়েন্টটি তিনটি কালার অপশনে উপলব্ধ – গ্রাফাইট, নো ডোনিয়া হোয়াইট এবং কার্নিভাল রেড। যেখানে র্যালি প্রো ভ্যারিয়েন্টটি কার্বন ব্ল্যাক, ম্যাট খাকি গ্রীন এবং অ্যাশ গ্রে কালারে বেছে নেওয়া যাবে। সাসপেনশন হিসেবে উভয়ে মডেলে বর্তমান ১৮০ মিমি ট্রাভেল সমেত Marzocchi ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ম্যানুয়াল প্রিলোড সহ মোনোশক সেটআপ। সামনে রিবাউন্ড ও কম্প্রেশন ড্যাম্পিং এবং পেছনে কেবল রিবাউন্ড ড্যাম্পিং অ্যাডজাস্টমেন্ট রয়েছে।
ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ৩২০ মিমি ও পেছনে ২৫৫ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত। GT ভ্যারিয়েন্টের সামনে ও পেছনে যথাক্রমে ১৯ ও ১৭ ইঞ্চি অ্যালয় হুইল বর্তমান। যেখানে র্যালি প্রো ভ্যারিয়েন্টে রয়েছে স্পোক হুইল। ভ্যারিয়েন্ট অনুযায়ী মাটি থেকে সিটের উচ্চতা ৮২০-৮৪০ মিমি ও ৮৬০-৮৮০ মিমি।
এগিয়ে চলার শক্তি জোগাতে Triumph Tiger 900-তে দেওয়া হয়েছে একটি ৮৮৮ সিসি, ইনলাইন থ্রি সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ১০৬.৫ বিএইচপি শক্তি এবং ৯০ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরকে যোগ্য সঙ্গত দিতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। এখনকার মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি সহ আছে নতুন ৭-ইঞ্চি টিএফটি ড্যাশবোর্ড বর্তমান বর্তমান।