লাক্সারি সেডানের নতুন ভাষা 2022 Audi A8 L, লঞ্চের দিন ঘোষণা হল, শুধু বুকিংয়েই 10 লাখ!

By :  techgup
Update: 2022-06-15 05:55 GMT

জার্মানির প্রিমিয়াম গাড়ি নির্মাতা অডি ভারতে আগামী ১২ জুলাই A8L Facelift লঞ্চ করতে প্রস্তুত বলে ঘোষণা করল। Audi A8 L বর্তমানে সংস্থার ফ্ল্যাগশিপ সেডান মডেল। এর ফেসলিফ্ট ভার্সনে ডিজাইন আপডেটের পাশাপাশি প্রচুর নতুন ফিচার থাকবে। 2022 Audi A8 L-এর প্রি-বুকিংও শুরু হয়েছে। গ্রাহকরা ১০ লাখ টাকার বিনিময়ে অডির অনুমোদিত ডিলারশিপের অথবা অনলাইনেও গাড়িটি বুক করতে পারবেন।

2022 Audi A8 L সেডানের সামনের অংশে দেখতে পাওয়া যাবে গাঢ় ক্রোম স্টাডেড ডিজাইনের সাথে থ্রিডি ফিল আসা এমন গ্রিল। সঙ্গে থাকবে আপডেট করা বাম্পার এবং ক্রোম সন্নিবিষ্ট ডিজিটাল ম্যাট্রিক্স এলইডি হেডলাইটও। 2022 Audi A8 L মাল্টি-স্পোক অ্যালয় হুইল একে আরো আকর্ষণীয় করে তুলবে।

নতুন অডি এ৮ এল-এর অন্দরমহলেও থাকবে চমক‌ ভিতরে একটি ১০.১-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল ফাংশন পরিচালনার জন্য ৮.৬-ইঞ্চি কার্ভড ডিসপ্লে এবং অডির ভার্চুয়াল ককপিট থাকবে। তাছাড়া, পিছনের সিটেও দুটি ১০.১-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন থাকবে যা সেন্টার আর্মরেস্টে থাকা একটি ট্যাবলেলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। অন্যান্য নজরকাড়া বৈশিষ্ট্যগুলির মধ্যে MIB3 অপারেটিং সিস্টেম, পিছনের সিটের জন্য রিক্লাইনার সহ রিয়ার রিলাক্সেশন প্যাকেজ এবং ফুট ম্যাসাজারের কথা বলতেই হয়। এর কেবিনে একটি ফোল্ডিং সেন্টার কনসোল টেবিল এবং কুলার কম্পার্টমেন্টও থাকতে চলেছে।

নতুন অডি এ৮ এল এর ইঞ্জিনও চিত্তাকর্ষক। রিপোর্ট বলছে, অডি এই গাড়িতে ৪৮ ভি মাইল্ড হাইব্রিড ৩-লিটার পেট্রোল ইঞ্জিন দিতে পারে। এই ইঞ্জিন ৩৩৫ বিএইচপি ক্ষমতা এবং ৫০০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে ৮-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স রয়েছে। লঞ্চ হওয়ার পর 2022 Audi A8 L প্রতিপক্ষ হিসাবে BMW 7 সিরিজ ও Mercedis Benz S Class-কে পাবে।

Tags:    

Similar News